shono
Advertisement
Basirhat

'আমাদের পাড়া, আমাদের সমাধান' ক্যাম্পে কাজে বাধা ISF কর্মীদের! বসিরহাটে ধুন্ধুমার

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 04:17 PM Aug 05, 2025Updated: 04:17 PM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে ধুন্ধুমার! হাতহাতি, মারধর, বচসা শাসকদল তৃণমূল ও আইএসএফের কর্মী সমর্থকদের মধ্যে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

মঙ্গলবার বসিরহাটের উত্তর বিধানসভার বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড়গোবরায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসে। সেখানে ৫নম্বর বুথের এইএসএফ মেম্বার সালেহা খাতুন বিবি তাঁর দলের কর্মী-সমর্থকদের নিয়ে ক্যাম্পে যান। সেখানে বিভিন্ন দাবি দাওয়া জানায়। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকরা তা নথিভুক্ত করেন। কিন্তু আইএসএফের অভিযোগ, উপস্থিত শাসকদলের লোকজন সেই দাবি-দাওয়াগুলি কেটে নিজের দাবি গুলি লিখে দেন।

তার জেরেই শাসকদল ও আইএসএফের কর্মী-সর্মথকরা নিজেদের মধ্যে হাতাহাতি জড়িয়ে পড়েন। বচসা গড়ায় হাতহাতিতে। মারধর করা হয় বলে অভিযোগ। মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামালউদ্দিন মল্লিক জানান, একটা বচসা হয়েছে ঠিকই। পরে তা মিটে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বসিরহাটে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে ধুন্ধুমার! হাতহাতি, মারধর, বচসা শাসকদল তৃণমূল ও আইএসএফের কর্মী সমর্থকদের মধ্যে।
  • সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।
  • তবে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement