shono
Advertisement

সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লাস নয়, স্কুলগেটে বিক্ষোভ নিহতদের পরিবারের

দাড়িভিট হাই স্কুলের মাঠে শোকসভা৷ The post সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লাস নয়, স্কুলগেটে বিক্ষোভ নিহতদের পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:55 PM Oct 01, 2018Updated: 01:55 PM Oct 01, 2018

শংকরকুমার রায়, রায়গঞ্জ: সিবিআই তদন্তের দাবি জানাতে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন স্বামীরা৷ সোমবার সকালে ইসলামপুরের দাঁড়ভিট স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন নিহত দুই ছাত্রের মা-সহ পরিবারের অন্যান্যরা৷ তাঁদের সাফ কথা, ইসলামপুর কাণ্ডে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত স্কুল খুলতে দেবেন না৷ এদিকে স্কুলের মাঠে শোকসভা করলেন স্কুলের অভিভাবকরা৷ শোকসভায় হাজির ছিলেন দাড়িভিট হাই স্কুলের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধিও৷  

Advertisement

[ফেসবুকে কারবাইন হাতে ছবি পোস্ট, আটক তৃণমূলনেত্রীর স্বামী]

গত ২০ সেপ্টেম্বর উর্দু শিক্ষকের নিয়োগের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন দুই ছাত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার দিন গুলি চালিয়েছিল পুলিশই৷ ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে গত বুধবার রাজ্যে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ সেদিনও পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ শুধু তাই নয়, এ রাজ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ গেরুয়া শিবিরের প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি গিয়েছেন নিহত দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাবা৷ সোমবার সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখাও করেছেন নিহতের পরিবারের সদস্যরা৷

ইসলামপুর কাণ্ড নিয়ে যখন রাজনৈতিক স্তরে তৎপরতা তুঙ্গে, তখন দাড়িভাটি হাই স্কুলে ফের পঠনপাঠন শুরু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ রবিবার স্থানীয় বিডিও অফিসে দাড়িভিট হাই স্কুলের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইসলামপুরের এসডিপিও৷ বৈঠকে হাজির ছিলেন বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালও৷ স্কুলের মাঠে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়৷ রাতভর রীতিমতো মাইকিং করে সেকথা জানিয়েও দেওয়া হয়৷ সোমবার সকালে দাড়িভিট হাই স্কুলের মাঠে যখন জড়ো হন অভিভাবকরা, তখন স্কুলে আসেন নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের মা ও পরিবারের অন্যান্যরা৷ স্কুলের গেটে সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ নিহতদের পরিবারের দাবি, ইসলামপুর কাণ্ডে দোষীর সাজা না হওয়া পর্যন্ত স্কুল খোলা যাবে না৷ এদিকে দাড়িভিট হাই স্কুলের মাঠে তাপস বর্মন ও রাজেশ সরকারের স্মরণে শোকসভা করলেন অভিভাবকরা৷ শোকসভার হাজির ছিলেন স্কুল পরিচালন সমিতির সরকারি প্রতিনিধিরাও৷

[প্রধান শিক্ষক দুজন! প্রাথমিক বিদ্যালয়ে শিকেয় পঠনপাঠন]

The post সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লাস নয়, স্কুলগেটে বিক্ষোভ নিহতদের পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement