সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’মাস আগে বিয়ে। ছুটি কাটিয়ে একুশ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। নতুন স্ত্রীকে কথা দিয়ে গিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আবারও ফিরবেন বাড়িতে। কথা রাখতে পারলেন না দার্জিলিংয়ের বিজনবাড়ির সিদ্ধান্ত ছেত্রী। তার আগে শুক্রবার রাজৌরিতে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেল বছর পঁচিশের সিদ্ধান্তের দেহ। এদিকে, সিদ্ধান্তের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিংয়ের বিজনবাড়িতেই জন্ম সিদ্ধান্ত ছেত্রীর। সেখানেই বেড়ে ওঠা। ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন সিদ্ধান্ত। স্বপ্ন সত্যি হয় ২০১৯ সালে। সে বছরই সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। খুব অল্প সময়ের মধ্যে পদোন্নতি হয়। ২০২১ সালে প্যারা এসএফে নিযুক্ত হন।
[আরও পড়ুন: আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় করোনা ভাইরাস, স্বস্তি দিয়ে জানাল WHO]
কর্মজীবনে কিছুটা থিতু হওয়ার পর দাম্পত্য জীবনে পা রাখেন সিদ্ধান্ত। মাত্র দু’মাস আগে বিয়ে হয় তাঁর। গত ১৪ এপ্রিল ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। সদ্যবিবাহিতা স্ত্রীকে কথা দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব ফের ছুটি নিয়ে বাড়িতে ফিরবেন। বৃহস্পতিবার পর্যন্ত ফোনে কথাও হয়। সে সময়ও জানিয়েছিলেন একই কথা।
তবে পরদিন পরিবারের কাছে আসে দুঃসংবাদ। জানানো হয় জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন সিদ্ধান্ত। আগামী সপ্তাহের শুরুতে দেহ দার্জিলিংয়ের বাড়িতে পৌঁছনোর সম্ভাবনা। ছেলের মৃত্যু মানতে পারছে বা ছেত্রী পরিবার। স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ সিদ্ধান্তের স্ত্রী।