shono
Advertisement
Jayant Singh

জেল থেকে বেরলেই বাড়িতে ঢুকে... জয়ন্তর শাগরেদের হুমকিতে কাঁপছে অভিযোগকারী পরিবার

২০২৪ সালের জুলাই মাসে আড়িয়াদহে এক যুবক ও তাঁর মাকে মারধরের ঘটনায় নাম জড়িয়ে ছিল জয়ন্ত সিং ও তার শাগরেদদের।
Published By: Paramita PaulPosted: 08:51 PM May 17, 2025Updated: 08:51 PM May 17, 2025

অর্ণব দাস, বারাকপুর: ফের শিরোনামে জেলবন্দি জয়ন্ত সিং। এবার তার ঘনিষ্ঠের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগকারীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে ইতিমধ্যে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

গত ২০২৪ সালের জুলাই মাসে বেলঘরিয়ার আড়িয়াদহে এক যুবক ও তাঁর মাকে মারধরের ঘটনায় নাম জড়িয়ে ছিল জয়ন্ত সিং ও তার শাগরেদদের। তারপর থেকে প্রকাশ্যে আসে আরিয়াহের ত্রাস জয়ন্তদের একের পর এক অত্যাচারের খবর। ছেলে ও মাকে মারধরের ঘটনায় জয়ন্ত সিং ও তার দলের অনেকে এখন জেলবন্দি। এরমধ্যেও আক্রান্ত সেই পরিবারকেই এবার হুমকির দেওয়ার অভিযোগ উঠল জয়ন্তের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে, তাও আবার ফেসবুক লাইভে।

এই প্রসঙ্গে আতঙ্কিত বিমল পাঁজা জানিয়েছেন, "আমার স্ত্রী এবং ছেলেকে মারধরের ঘটনা সকলেরই জানা। জয়ন্ত সিং ও তার দলের লোকেরা এখনও জেলে রয়েছে। এখন সাক্ষী গ্রহণ পর্ব চলছে। আমিও একজন সাক্ষী। কোর্টে গেলেও আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এখন তো ফেসবুক লাইভ করে সুশোভন সরখেল নামে জয়ন্ত সিংয়ের দলের একজন বলেছে, যেদিন জয়ন্তরা ছাড়া পাবে সেদিন বাড়ি ঢুকে মারবে। খুব আতঙ্কে রয়েছি, বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছি।" বেলঘরিয়া থানায় এনিয়ে অভিযোগও দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২০২৪ সালের জুলাই মাসে বেলঘরিয়ার আড়িয়াদহে এক যুবক ও তাঁর মাকে মারধরের ঘটনায় নাম জড়িয়ে ছিল জয়ন্ত সিং ও তার শাগরেদদের।
  • তারপর থেকে প্রকাশ্যে আসে আরিয়াহের ত্রাস জয়ন্তদের একের পর এক অত্যাচারের খবর।
  • ছেলে ও মাকে মারধরের ঘটনায় জয়ন্ত সিং ও তার দলের অনেকে এখন জেলবন্দি।
Advertisement