shono
Advertisement
Jitendra Tewari

জামুড়িয়ায় বালি খনন নিয়ে অশান্তি মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন জিতেন্দ্রর

জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে ৮টি ধারায় মামলা করা হয়।
Published By: Suhrid DasPosted: 05:12 PM Mar 10, 2025Updated: 06:16 PM Mar 10, 2025

শেখর চন্দ্র, আসানসোল: জামুড়িয়ায় বালি তোলার অভিযোগ নিয়ে সবর হয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। মামলায় ব্যক্তিগত হাজার টাকার বন্ডে জামিন পেলেন জিতেন্দ্র। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়।

Advertisement

ঘটনা প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় দাবি করেন, জামুরিয়া অজয় নদের দ্বরবারডাঙা জল প্রকল্প আসানসোল পুরনিগমের নয়। পুরনিগমের কোনও কর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেছেন জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। এদিন জিতেন্দ্র বলেন, "বর্তমান মেয়র বিধান পুরনিগম নিয়ে কিছুই খবর রাখেন না। অবৈধ বালি তোলায় ওই জল প্রকল্পে প্রভাব পড়ছে। তাই জামুরিয়ায় জল কষ্ট বাড়ছে। ওনার নিজের ওয়ার্ডেই তো জলকষ্টে ভুগছেন মানুষজন। পথ অবরোধ হচ্ছে সেখানে।" প্রাক্তন মেয়রের এখনও দাবি, ওই প্রকল্পটি পুরনিগমের আওতায়। দেখভালের দায়িত্ব এজেসির। আর ওই এজেন্সির কর্মীকে দিয়েই অভিযোগ দায়ের করানো হয়েছে বলে অভিযোগ জিতেনের।

গত ২১ ফেব্রুয়ারি জামুরিয়ার ওই বালিঘাটে গিয়ে হামলার মুখে পড়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্রকে দেখেই ইট, পাথর ও লাঠি নিয়ে হামলা চালানো হয়েছিলেন বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দেখা যায়, জলপ্রকল্পের দায়িত্বে থাকা পিএইচইর এক অস্থায়ী কর্মী জিতেন্দ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তার প্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ৮ টি ধারায় মামলা করা হয়। যার মধ্যে দুটি ধারা জামিন অযোগ্য। অভিযোগ, জিতেন্দ্র দুটি মোবাইল ফোন ছিনতাই করেছেন।

সোমবার বেলায় আসানসোল সিজিএম আদালতে যান জিতেন্দ্র। আত্মসমর্পণ করেন তিনি। বেলা দুটোর পরে মামলার শুনানি হয়। হাজার টাকা বন্ডে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামুড়িয়ায় বালি তোলার অভিযোগ নিয়ে সবর হয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।
  • সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল।
  • মামলায় ব্যক্তিগত হাজার টাকার বন্ডে জামিন পেলেন জিতেন্দ্র। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়।
Advertisement