shono
Advertisement

রাজ্যে ফের সক্রিয় জেএমবি! চুঁচুড়া থেকে গ্রেপ্তার জঙ্গি দলের লিংকম্যান

বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ৷ The post রাজ্যে ফের সক্রিয় জেএমবি! চুঁচুড়া থেকে গ্রেপ্তার জঙ্গি দলের লিংকম্যান appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Nov 02, 2018Updated: 03:18 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর ফের শক্তি বাড়িয়ে বাংলায় মাথা তোলার চেষ্টা শুরু করেছে জেএমবি৷ তবে, চেষ্টাই সার৷ হাওড়া সিটি পুলিশের অভিযানে সমস্ত জারিজুরির পর্দাফাঁস জেএমবির লিংকম্যানের৷ চুঁচুড়া থেকে গ্রেপ্তার জেএমবির অন্যতম লিংকম্যান৷  

Advertisement

[বেঁকে বসেছেন মিল মালিকরা, সহায়ক মূল্যে ধান কিনছে রাজ্য]

গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক লিংকম্যানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ জেএমবির লিংকম্যানকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের সঙ্গে জেএমবির কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখার কাজ চলছে৷ ধৃতদের পৃথক পৃথক ভাবে জেরার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ মূল অভিযুক্ত জেএমবির লিংকম্যানকে দফায় দফায় জেরার কাজ শুরু করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল-সহ বেশ কিছু নথি-পত্র উদ্ধার হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গি শিবিরে সদস্য সংখ্যা বাড়ানোই ছিল ধৃতের প্রধান কাজ৷ এমনকি, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিশে স্থানীয়  যুবক-যুবতীদের ‘মগজ ধোলাই’–-এর করা হত বলেও প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ৷

[পনেরো বছর পর ধর্ষণের কলঙ্ক থেকে মুক্ত যুবক]

পশ্চিমবঙ্গে তৈরি বিস্ফোরক ও আইইডি দিয়েই ভারতে প্রথম নাশকতা ঘটানোর ছক ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর। ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) ও অসম পুলিশের দাবিতে তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ ২০০৫-এর ১৭ অগস্ট বাংলাদেশের ৩০০টি জায়গায় হওয়া ৪৬০টি বিস্ফোরণের কায়দাতেই এই নাশকতার ছক কষা হয়েছিল। কিন্তু খাগড়াগড় বিস্ফোরণে দু’জনের নিহত হওয়া ও সেই সূত্রে জঙ্গি চক্র ফাঁস হয়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ভেস্তে যায়৷ শুরু হয় ম্যারাথন অভিযান৷ পুলিশের জালে ধরা দিতে বাধ্য হয় আইএসের শাখা সংগঠন জেএমবির মাথারা৷

The post রাজ্যে ফের সক্রিয় জেএমবি! চুঁচুড়া থেকে গ্রেপ্তার জঙ্গি দলের লিংকম্যান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement