নন্দন দত্ত, সিউড়ি: যিনি মামলা করেছেন, তাঁকেই জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক! তাঁর মন্তব্য, ‘আপনার সুবিধামতো আদালতে ব্যবহার করবেন, এটা হতে পারে না। এটা ফুটবল খেলার মাঠ নয়, যে গোল করে নিজের চাহিদা মিটিয়ে নেবেন।’ অভিনব ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট আদালতে।
[ মন্দিরে হনুমানের লাথিতে প্রাণ গেল ভক্তের, নবদ্বীপে আতঙ্ক]
ব্যাপারটি কী? বীরভূমের মল্লারপুরের যুবনি গ্রামের বাসিন্দা সেলিম শেখ। পেশায় তিনি ব্যবসায়ী। তারাপীঠের সেলিম অভিযোগ করেছিলেন, ২৭ আগস্ট রাতে তাঁর দোকানে ভাঙচুর ও বোমাবাজি করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা হয়। আদালতে তোলা হলে, দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দেন রামপুরহাট আদালতের বিচারক। বুধবার ফের মামলাটি ওঠে অতিরিক্ত মুখ্য বিচারকের এজলাসে। কিন্তু, এবার একশো আশি ডিগ্রি ঘুরে যান অভিযোগকারী সেলিম শেখ। হলফনামা দিয়ে আদালতকে জানান, অভিযুক্তের সঙ্গে আলোচনা করে গন্ডগোল মিটিয়ে নিয়েছেন। তাঁর আর কোনও অভিযোগ নেই। হলফনামায় শুধু এটুকু জানিয়েই ক্ষান্ত হননি সেলিম শেখ। মল্লারপুরের ওই ব্যবসায়ী বলেন, তাঁর দোকানে আদৌও কোনও হামলা বা বোমাবাজির ঘটনা ঘটেনি। মামলার সরকারি আইনজীবী সৈকত হাটি জানিয়েছেন, অভিযোগকারীর হলফনামায় অসন্তুষ্ট হন বিচারক। বলেন, আদালত বন্ধ না হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা সেলিম শেখকে জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। রামপুর আদালতের বিচারক সাফ কথা, ‘আপনার সুবিধামতো আদালতে ব্যবহার করবেন, এটা হতে পারে না। এটা ফুটবল খেলার মাঠ নয়, যে গোল করে নিজের চাহিদা মিটিয়ে নেবেন।’
[ অনটনের সংসারে ভিক্ষা করে শৌচাগার, নজর কাড়লেন রানিনগরের গৃহবধূ]
The post অভিযোগকারীকেই জেল হেফাজতের নির্দেশ বিচারকের, শোরগোল রামপুরহাট আদালতে appeared first on Sangbad Pratidin.
