shono
Advertisement
Siliguri

রাতের রাজ্য সড়কে দুর্ঘটনা, বন্ধুদের সঙ্গে গাড়িতে যাওয়ার পথে মৃত্যু জুনিয়র ডাক্তারের

উত্তরবঙ্গের পানিঘাটা-বাগডোগরা রাজ্য সড়কের ঘটনায় আহত ৩।
Published By: Sucheta SenguptaPosted: 12:38 PM Dec 29, 2025Updated: 02:15 PM Dec 29, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: কুয়াশাঘেরা রাতের রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গের নকশালবাড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জুনিয়র চিকিৎসকের। কলকাতার বাসিন্দা ওই চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও তিনজন জুনিয়র ডাক্তার আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। মনে করা হচ্ছে, কুয়াশার দৃশ্যমানতা কম হওয়ায় কোনও গাড়ির চালকই দেখতে পাননি যে সামনে আরও একটি গাড়ি আসছে। যার জেরে এই দুর্ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জনা চারেক জুনিয়র ডাক্তার রবিবার ডিউটি শেষে পানিঘাটা যাচ্ছিলেন। উলটোদিকে শিলিগুড়ি (Siliguri) থেকে আসছিল একটি চারচাকার গাড়ি। কদমমোড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। জুনিয়র চিকিৎসকদের গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে নকশালবাড়ি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে প্রথম নকশালবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় জুনিয়র ডাক্তার সায়ন্তনী ভাদুড়ির। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা তিনজনই আঘাত পেয়েছেন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। একজনকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ভাদুড়ির কলকাতার বাড়িতে খবর পাঠানো হয়েছে। তাঁর দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এই শীতে কুয়াশার জেরে এমন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে প্রায়ই। এবার শিলিগুড়ির (Siliguri) কাছে পথ দুর্ঘটনায় সায়ন্তনীর মৃত্যুতে একজন উদীয়মান চিকিৎসককে হারিয়ে শোকাহত সহপাঠী, শিক্ষকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরবঙ্গের রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত্যু জুনিয়র ডাক্তারের।
  • নকশালবাড়ির কাছে পানিঘাটা-বাগডোগরা রাজ্য সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
  • আহত হয়ে হাসপাতালে আরও ৩ জুনিয়র ডাক্তার।
Advertisement