সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার নিউটাউনে 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিউটাউন বাসস্ট্যান্ডের উলটোদিকে অ্যাকশন এরিয়া ১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই 'দুর্গা অঙ্গন'। মাতৃশক্তির আরাধনায় সোমবার শিলান্যাসের অনুষ্ঠানে নৃত্যকলা পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। গান গেয়ে অনুষ্ঠানের আসর জমাতে দেখা গেল বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তীও। সেখানেই ভক্তিগীতির মাধ্যমে 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাসের অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করলেন ইমন চক্রবর্তী।
গায়ে জ্বর নিয়েই এদিনের অনুষ্ঠানে যোগ দেন ইমন। শরীর খারাপ থাকলেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ফেরাতে পারেননি গায়িকা। অতঃপর অসুস্থতাকে সঙ্গী করেই মঞ্চে গায়ত্রী স্তোত্র 'আইগিরি নন্দিনী...' গানটি গাইতে শোনা গেল তাঁকে। আর ইমন চক্রবর্তীর এহেন নিষ্ঠা দেখেই শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই উপস্থিত শিল্পীদের ধন্যবাদ জানাতে গিয়ে ইমন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "ওঁর জ্বর হয়েছে, তা সত্ত্বেও জ্বরের মধ্যে যেভাবে মা দুর্গা এবং নমঃ শিবায় যে স্তোত্র পাঠ করলেন, তা গায়ে কাঁটা দেওয়ার মতো।" সম্প্রতি 'উন্নয়নের পাঁচালী' গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাসের অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন। কানাঘুষো, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন গায়িকা। যদিও জল্পনার মাঝে ইমন জানিয়েছিলেন, "রাজনীতিতে যোগ দিলে নিজেই জানাব সকলকে।" তবে গুঞ্জন কিন্তু থামেনি। বর্তমানে কৌতূহলীদের 'পাখির চোখ' বিধানসভা ভোটের প্রার্থী তালিকার দিকে।
অন্যদিকে গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বর্ষবরণের রাতে অনুষ্ঠান মাতানোর কথা 'আগুনপাখি'র। তবে অভিভাবকের মতোই এদিন নচিকেতা প্রসঙ্গে 'দিদি' মমতাকে বলতে শোনা যায়, "নচির শরীর খারাপ। কদিন আগে ভীষণ অসুস্থ ছিল। তবুও ছুটে এসেছে প্রাণের টানে। ও এখনও গাইতে চায়, কিন্তু আমি বলি, না আরও কিছুদিন বিশ্রাম নাও।" ডোনা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "অপূর্ব ভঙ্গিতে নৃত্যপরিবেশন করলেন।" এছাড়াও অনুষ্ঠানে 'মোরে আরও আরও দাও প্রাণ' রবীন্দ্রসঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়। আর মুখ্যমন্ত্রীর কথা ও সুরে 'দুর্গাপুজোর গান' পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাসের অনুষ্ঠানে এহেন সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য শিল্পীদের প্রত্যেককে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
