shono
Advertisement

‘ভাটপাড়ায় আস্থা ভোটে হার দিয়ে পতন শুরু বিজেপির’, তোপ জ্যোতিপ্রিয়র

জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সি দু’জনেই৷ The post ‘ভাটপাড়ায় আস্থা ভোটে হার দিয়ে পতন শুরু বিজেপির’, তোপ জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 PM Apr 09, 2019Updated: 03:59 PM Apr 17, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভোট যত আসছে, ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ৷ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কংগ্রেস এবং বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ নোটবন্দি, রাফালে-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দাগেন দু’জনেই৷ জয়ের বিষয়ে একইরকম আত্মপ্রত্যয়ের সুর তৃণমূল নেতাদের গলায়৷

Advertisement

[ আরও পড়ুন: জল সমস্যা নিত্যসঙ্গী, সমাধানের দাবিতে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর]

মতুয়া মহাসংঘের প্রধান বড়মার মৃত্যুর পর থেকে প্রকাশ্যে এসে গিয়েছে ঠাকুরবাড়ির কোন্দল৷ একই পরিবারের দু’জন সদস্য ভোটের লড়াইয়ে দুই যুযুধান পক্ষ৷ তৃণমূলের হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে লড়ছেন মমতাবালা ঠাকুর৷ অন্যদিকে, তাঁর বিপরীতে গেরুয়া শিবিরের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ শান্তনু ঠাকুর৷ ভোটের আগে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ এদিন বাগদার বৈকোলায় রনঘাট অঞ্চল হাই স্কুলের মাঠে নির্বাচনী সভা করেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ এদিনের মঞ্চ থেকে কেন্দ্র সরকারের তুলোধনা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, ‘‘কাউকে না জানিয়ে প্রধানমন্ত্রী নোটবন্দি করে ভারতীয় জনতা পার্টির ৫০০ কোটি কালো টাকা সাদা করেছেন। এত বড় মিথ্যাবাদী, ফন্দিবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি৷’’ সোমবারই ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পরাজিত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং৷ নাম না করে তাঁকে কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘এই জেলা থেকে বিজেপির পতন শুরু হয়েছে৷ জেলায় পাঁচটি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল জিতবে৷ বাংলায় ৪২-এ বিয়াল্লিশই হবে।’’

[ আরও পড়ুন: প্রথম দফার ভোটের আগে অপসারিত কোচবিহারের পুলিশ সুপার]

জ্যোতিপ্রিয় মল্লিকের মতো কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান সুব্রত বক্সিও৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের গায়ে টু-জি, কয়লা কেলেঙ্কারি লেগেছিল৷ তাই কংগ্রেসকে সরকার থেকে চলে যেতে হয়েছিল। বিজেপির গায়ে লেগেছে রাফালে কেলেঙ্কারি৷ তাই সরকার থেকে বিজেপি তোমাকে যেতে হবে৷’’ এদিন তিনি আরও বলেন, ‘‘ইতিহাস বলছে যত কেন্দ্রীয় বাহিনী আসবে, তত ফল ভাল হবে তৃণমূলের।’’ জয়ের ব্যাপারেও সমান আত্মপ্রত্যয়ী তিনি৷ এদিনের কর্মিসভায় সুব্রত বক্সি, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, শংকর আঢ্য-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

দেখুন ভিডিও:

The post ‘ভাটপাড়ায় আস্থা ভোটে হার দিয়ে পতন শুরু বিজেপির’, তোপ জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement