shono
Advertisement

শ্রাবণ মাসে পাতাল ফুঁড়ে ‘দেবতার জন্ম’! কুলটিতে চাঞ্চল্য

এলাকায় পুণ্যার্থীর ঢল। The post শ্রাবণ মাসে পাতাল ফুঁড়ে ‘দেবতার জন্ম’! কুলটিতে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 12:10 PM Jul 29, 2018Updated: 12:40 PM Jul 29, 2018

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: হঠাৎই ‘দেবতার জন্ম’। পাতাল ফুঁড়ে উঠে এল শিবলিঙ্গ। শিবপুজোর মরশুম শ্রাবণ মাসে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কুলটির ডিসেরগড় এলাকায়৷ বাড়ছে পুণ্যার্থীর ভিড়ও। চাপাপুকুর মাসিরবাড়ি এলাকায় এক নালা থেকে ওই শিবলিঙ্গটি উদ্ধার হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, প্রথমে এক শিশুর চোখে পড়ে বিষয়টি৷ তারপর লোকমুখে খবর ছড়িয়ে পড়তে ভিড় জমতে থাকে৷ নালার পাশেই রয়েছে একটি অশ্বত্থ গাছ৷ বানেশ্বর দেব নামে ওই গাছটিকে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পুজোর করে আসছেন৷ শিবলিঙ্গটি উদ্ধার হয় ওই গাছের কাছে৷

Advertisement

[পুণ্যলাভের আশায় জ্যান্ত কেউটে সাপের পুজো, উৎসবের আমেজ কাটোয়ায়]

স্থানীয় ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, “এই এলাকার অনেক ইতিহাস আছে৷ কিছু দূরেই রয়েছে হাজার বছরের পুরানো সিদ্ধেশ্বরী মন্দির৷ মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে৷ সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই ঘটনায়।” ওই মন্দিরে সেবাইত সীতারাম বাবাকে ডাকা হয়৷ তিনি শিবলিঙ্গটি দেখে বলেন ৫০০ বছরের পুরনো হতে পারে৷ বাসিন্দাদের দাবি, ওই গাছের নিচে একটি মন্দির বানানো হোক৷ এ বিষয় কাউন্সিলর জানান, মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিধানসভায় রয়েছেন৷ তাঁর সঙ্গে আলোচনা করে স্থির করেছেন শিবের মন্দিরটি তৈরি করতে তিনি সাহায্য করবেন৷ তবে শ্রাবণ মাসে ‘দেবতার জন্ম’ ঘিরে শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই এলাকায়৷ জানা গিয়েছে বিকেলে চাষের জমির দেখভাল করতে গিয়ে স্থানীয় বাসিন্দা কাঞ্চন মল্লিক ও তার ছোট্ট ভাইপোঔ৷ তখনই জমির জল পেতে নালা পরিষ্কার করতে গিয়ে এই একটি পাথর হাতে লাগে৷ পাথরের পাঁচ ইঞ্চি মাটি ফুঁড়ে উঠে থাকতে দেখা যায়৷ তারপর মাটি খুঁড়তেই দেখা যায় পাথরটি আস্ত একটা শিবলিঙ্গ৷ কাঞ্চন মল্লিক মাটি খুঁড়ে শিবলিঙ্গটি বের করে ও গাছ তলায় স্থাপন করেন৷

[মৃত্যুর মুখ থেকে বানর শাবককে উদ্ধার করে অরণ্যে ফেরালেন যুবক]

ছবি: মৈনাক মুখোপাধ্যায়

The post শ্রাবণ মাসে পাতাল ফুঁড়ে ‘দেবতার জন্ম’! কুলটিতে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার