shono
Advertisement
Gangasagar

গঙ্গাসাগর সেতু তৈরিতে জমিদান, ৩০জন দাতাকে ক্ষতিপূরণ সরকারের

কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার।
Published By: Subhankar PatraPosted: 09:22 PM May 13, 2025Updated: 09:55 PM May 13, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে। এপর্যন্ত সাগরের কচুবেড়িয়ায় মোট ২২ জন জমিদাতাকে ক্ষতিপূরণের ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে। সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মঙ্গলবার মুড়িগঙ্গার একপারে কচুবেড়িয়ার দিকে জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফট প্রদান করা হয়। আগে কাকদ্বীপের দিকের ৮জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

Advertisement

কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এপর্যন্ত ২২ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে। তাঁদের হাতেই সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। সাগরের বিডিও কানহাইয়াকুমার রায় জানান, "এদিন দ্বিতীয় দফায় মোট ১৪জন জমিদাতাকে ১৯ লক্ষ টাকার ড্রাফট ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। প্রথম দফায় গত ৩ মে মোট আটজন জমিদাতাকে ক্ষতিপূরণ হিসেবে ২৯ লক্ষ টাকার ড্রাফট দেওয়া হয়েছিল। এদিন জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের ড্রাফট তুলে দেন সাগরদ্বীপের বিডিও-সহ স্থানীয় সাগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর এবং বিএলআরও শুভ্রাংশু ঘটক।

এদিকে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী জানান, মুড়িগঙ্গার অপরপারে কাকদ্বীপে লট নম্বর ৮ এর দিকে এদিনই প্রথম দফায় ৮ জনের জমি অধিগ্রহণ করা হয়। ৮ জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়। এটা কাকদ্বীপের লট নম্বর আটের দিকে। লট নম্বর ৮ এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে।
  • এপর্যন্ত মোট ২২ জন জমিদাতাকে ক্ষতিপূরণের ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে।
  • সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মঙ্গলবার মুড়িগঙ্গার একপারে কচুবেড়িয়ার দিকে জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফট প্রদান করা হয়।
Advertisement