shono
Advertisement

Breaking News

Balurghat

চুক্তি অনুযায়ী মেলেনি চাকরি! বালুরঘাটে FCI-এর গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ জমিদাতাদের

বালুরঘাটের চকভৃগু এলাকায় ৩০ জন কৃষকের থেকে প্রায় ১০০ বিঘা জমি নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।
Published By: Subhankar PatraPosted: 06:59 PM Apr 26, 2025Updated: 06:59 PM Apr 26, 2025

রাজা দাস, বালুরঘাট: প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়নি চাকরি! শনিবার বালুরঘাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, চুক্তি অনুযায়ী চাকরি দেওয়া হচ্ছে না। ঘটনায় সারাদিন কাজ বন্ধ থাকে গোডাউনে। নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে বিক্ষোভের বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশবছর আগে বালুরঘাটের চকভৃগু এলাকায় ৩০ জন কৃষকের থেকে প্রায় ১০০ বিঘা জমি নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। কথা ছিল প্রত্যেক জমিদাতাকে এই গোডাউনে চাকরি দেওয়া হবে। যা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে সেই গোডাউন নির্মাণ কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছে। সেই অনুযায়ী, জমিদাতারা কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করেন। কিন্ত তাদের প্রতিদিন ঘোরানো হচ্ছে বলে অভিযোগ তোলেন। অবশেষে এদিন জমিদাতা ও তাঁদের পরিবারের লোকজন একত্রিত হয়ে গোডাউনে যান। সেখানে কর্মীদের বাইরে বের করে দিয়ে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চলে বিক্ষোভ। ঘটনায় এদিন দিনভর কাজ বন্ধ থাকে।

জমিদাতা শান্তি এক্কার অভিযোগ, "তিনি প্রায় ৭০ শতক দিয়েছি। জমির নায্য দামও দেওয়া হয়নি। সবাইকে চাকরি দেওয়ার চুক্তি ছিল। কিন্তু এখনও কিছু হয়নি। প্রতিদিন ঘোরানো হচ্ছে আমাদের।" চাকরি না দিলে গোডাউনের কাজ সম্পূর্ণ হতে দেবেন না বলেও হুমকি দিয়েছেন তিনি। গোডাউনের সাইট ইনচার্জ শুভদীপ দাস জানান, "নির্মান কাজ শেষ হতে আরও অন্তত দু'মাস সময় লাগবে। তারপর নিয়োগ হবে। চুক্তিতেই লেখা ছিল যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। এত বড় নিয়োগে সময় লাগে। ধৈর্য না রেখেই তালা ঝুলিয়েছে বিক্ষোভকারীরা।" তিনি আরও জানিয়েছেন এদিন তালা মারার ফলে ১০০ জন শ্রমিক কাজ করতে পারেননি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়নি চাকরি!
  • শনিবার বালুরঘাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন জমিদাতারা।
  • তাঁদের অভিযোগ, চুক্তি অনুযায়ী চাকরি দেওয়া হচ্ছে না।
Advertisement