shono
Advertisement

রাজনৈতিক বিভেদ ভুলে বোর্ড গঠনের লক্ষ্যে জোট বাঁধছে বাম-বিজেপি

ভোটের আগে থেকে সেখানে শাসক-বিরোধী হাওয়া বইছিল৷ The post রাজনৈতিক বিভেদ ভুলে বোর্ড গঠনের লক্ষ্যে জোট বাঁধছে বাম-বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Jun 04, 2018Updated: 08:19 PM Jun 04, 2018

রাজা দাস, বালুরঘাট: মতাদর্শগত বিভেদ যতই থাক, ক্ষমতা দখলের লড়াই সবাই এক৷ জোট বেঁধে বোর্ড গঠনের লক্ষ্যে পার্টি লাইনের ঊর্ধ্বে উঠে বামেদের সঙ্গে হাত মেলাতে তোড়জোড় শুরু করল বিজেপি৷ বামেদের নিয়েই চকভৃগু এবারের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পথে পা বাড়াচ্ছে বিজেপি নেতৃত্ব৷ আপাতত রাজনৈতিক বিভাজন ভুলে লাল শিবিরেই আস্থা রাখছে গেরুয়া শিবির৷  তবে, গোপনীয়তা রাখতে এখন এনিয়ে কিছুই বলতে নারাজ বামেরা৷ পাছে আলিমুদ্দিন স্ট্রিটের কর্তাদের রোষের মুখে পড়তে হয়!

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ  দিনাজপুর  জেলার বালুরঘাট ব্লকের মধ্যে রয়েছে চকভৃগু গ্রাম পঞ্চায়েত।  এই গ্রাম পঞ্চায়েতের ১৪টি সংসদের মধ্যে বিজেপি পাঁচ, বাম পাঁচটি ও তৃণমূলের দখলে রয়েছে চারটি৷ বামেদের সঙ্গে টাই হয়েছে বিজেপির৷ এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে বামেদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি৷ এই মুহূর্তে বামেদেরকে নিয়েই সেখানে বোর্ড গড়ার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির৷

[দার্জিলিংয়ে ফুটবল জ্বর, পর্যটক টানতে বিশ্বকাপের রঙে সেজেছে পাহাড়]

পঞ্চায়েতে ভাল ফল হওয়ায় অন্যান্য দল ছেড়ে রবিবার চকভৃগুর ডাকরা এলাকায় বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক কর্মী৷ ফলে এলাকায় বোর্ড গঠনের ব্যাপারে আরও একধাপ কৌশল অবলম্বন করতে চলেছে জেলার গেরুয়া শিবির৷ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, এলাকার বহু তৃণমূল নেতা কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিজেপিতে যোগদানের ব্যাপারে৷ কিন্তু, তারপরেও তাঁরা তৃণমূলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে চান না৷ কেননা মানুষ ওই এলাকায় তৃণমূলকে হঠাতে বিজেপিকে ব্যাপক  ভোট দিয়ে নির্বাচিত করেছেন৷ মানুষের ভরসাকে তাঁরা হারাতে চান না৷ এই পরিস্থিতিতে তাঁরা বামেদের পাশে চাইছেন বোর্ড গড়তে৷ বিজেপির আশা, বোর্ড গঠনের ক্ষেত্রে বামেদের পাশে পাওয়া যাবে৷

অন্যদিকে, সম্পূর্ণ রাজনৈতিক কৌশল অবলম্বন করে আরএসপির  জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানান, এখনও তাঁরা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি৷ দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বরাবর বামেদের দখলে থাকা চকভৃগু গ্রাম পঞ্চায়েতটি ২০১৩-তে দখল নেয় তৃণমূল।  কিন্তু এলাকার মানুষের অভাব অভিযোগ দিন দিন বাড়ছিল।  মানুষের  প্রত্যাশা পূরণে ব্যর্থতা নিয়ে বেশ কয়েকবার স্থানীয় তৃণমূল নেতাদের হেনস্তা হতে দেখা গিয়েছে৷ ভোটের আগে থেকে  সেখানে শাসক বিরোধী হাওয়া বইছিল৷

[ভাগাড় কাণ্ডের জের, বালুরঘাটে ফুড লাইসেন্স বিলিতে জোর প্রশাসনের]

The post রাজনৈতিক বিভেদ ভুলে বোর্ড গঠনের লক্ষ্যে জোট বাঁধছে বাম-বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement