shono
Advertisement

সপ্তাহান্তে টানা ১৪ ঘণ্টা তারকেশ্বর লাইনে বন্ধ ট্রেন চলাচল, বাতিল বহু লোকাল

ওভারহেডের তার ছিঁড়ে দীর্ঘসময় বন্ধ ছিল তারকেশ্বর-আরামবাগ লাইনে ট্রেন চলাচল।
Posted: 12:34 PM May 11, 2023Updated: 12:34 PM May 11, 2023

সুব্রত বিশ্বাস: সকাল থেকে রাজ্যে রেল পরিষেবায় জোড়া দুর্ভোগ। একদিকে শক্তিগড়ে দুর্ঘটানর জেরে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। অন্যদিকে, ওভারহেডের তার ছিঁড়ে দীর্ঘসময় বন্ধ ছিল তারকেশ্বর-আরামবাগ লাইনে ট্রেন চলাচল। বাতিল হয় একাধিক ট্রেন। সবমিলিয়ে সপ্তাহের ব্যস্তদিনে চরম হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে আজকেই ভোগান্তি থামছে না। সপ্তাহান্তে তারকেশ্বর লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তারকেশ্বর-আরামবাগ শাখায় তাকিপুর ও মায়াপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করতে হয়। পরে অবশ্য ওভারহেড তার সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। কিন্তু ব্যস্ত অফিস টাইমে সাময়িকভাবে ট্রেন বন্ধ থাকায় হয়রানির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

[আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় পরিণত হল মোকা, কখন কোথায় ল্যান্ডফল?]

এদিকে জানা গিয়েছে, শেওড়াফুলি-দিয়াড়ার মাঝে তৈরি হবে নতুন একটি কালভার্ট ব্রিজ। এজন‌্য শনিবার রাত সাড়ে দশটার থেকে সাড়ে ১৪ ঘণ্টা তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখবে রেল। যার জেরে শনিবার রাতে হাওড়া থেকে বাতিল তিনটি আপ লোকাল। ডাউনে একটি গোঘাট লোকাল বাতিল থাকবে। রবিবার ভোররাত থেকে আপে ১৬টি তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে। শেওড়াফুলি-তারকেশ্বরের মধ্যে দু’টি আপ লোকাল ট্রেন বাতিল হবে। ওই দিন ডাউনে তেরোটি তারকেশ্বর লোকাল বাতিল থাকবে। আরামবাগ থেকে তিনটি, গোঘাট থেকে তিনটি সিঙ্গুর ও হরিপাল থেকে একটি করে ডাউন ট্রেন বাতিল থাকবে।

সিঙ্গুর-তারকেশ্বরের মধ্যে দু’টি শাটল ট্রেন চলবে। তারকেশ্বরের থেকে সকাল সাড়ে সাতটা ও দশটার সময় ছাড়বে ট্রেন দু’টি। সিঙ্গুর থেকে ছাড়বে সকাল সাড়ে আটটা ও এগারোটার সময়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শেওড়াফুলি-দিয়াড়ার মাঝে‌ একটি কালভার্ট ব্রিজ থাকলেও তা দিয়ে নিকাশী জল ঠিকমতো যেতে পারেনা। ফলে লাইন খারাপ হচ্ছিল। এজন‌্য আরও একটি নতুন কালভার্ট ব্রিজ তৈরি করা হচ্ছে। ফলে ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত।

[আরও পড়ুন: রামনবমীতে অশান্তি: হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬ মামলা দায়ের NIA’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement