ধনরাজ ঘিসিং, দার্জিলিং: আট দশকের বেশি সময় বন্ধ হয়ে থাকা টয়ট্রেনের কার্শিয়াং লোকো শেড ফের চালু হল। বৃহস্পতিবার ব্রিটিশ আমলে তৈরি ওই লোকো শেডের পুনঃসূচনা করেন উত্তর সীমান্ত রেলওয়ের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। এতদিন টয় ট্রেনের বিকল ইঞ্জিন এবং কামরা মেরামতের জন্য নিয়ে যেতে হত তিনধারিয়া অথবা কাটিহারে। সেজন্য অনেক সময় লাগত। এখন ওই কাজ কার্শিয়াংয়ে হবে।

ডিআরএম বলেন, "৮১ বছর থেকে এই লোকো শেড বন্ধ ছিল। এজন্য টয় ট্রেন পরিষেবায় সমস্যা হচ্ছিলো। কার্শিয়াংয়ের লোকো শেড ফের চালু হল।" শুধু লোকো শেড চালু করাই নয়। পাহাড়ে ট্রেন ঘোরানোর জন্য ব্রিটিশ আমলে তৈরি যে ৩৬০ ডিগ্রি রেল লাইনের বাঁকগুলি ছিল সেগুলোও ফের কার্যকরীর সূচনা হয়েছে। ডিআরএম জানান, এর ফলে জরুরি কারণে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কাজ সহজ হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াং লোকো শেডে পর্যায়ক্রমে টয়ট্রেনের কামরা তৈরির কাজও শুরু হবে। রেলের পদক্ষেপে খুশি কার্শিয়াংবাসী। তাদের অনেকেই এদিন আবেগ আপ্লুত হয়ে জানান, দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে থাকা লোকোশেড চালুর দাবি করা হয়েছিল। অবশেষে সেটা পূরণ হওয়ায় কার্শিয়াং পুরনো গৌরব কিছুটা হলেও ফিরে পাবে।