shono
Advertisement

প্রেমিকার পরিবারের হুমকিতে আত্মঘাতী যুবক, তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

মৃতের কাছ থেকে মিলেছে সুইসাইড নোট৷ The post প্রেমিকার পরিবারের হুমকিতে আত্মঘাতী যুবক, তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM Jul 16, 2019Updated: 11:38 AM Jul 16, 2019

সৌরভ মাজি, বর্ধমান: দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল প্রমিকার বাড়ির লোকজন৷ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন যুবক৷ অবশেষে চরমতম পথ বেছে নিলেন তিনি৷ নিজেকে শেষ করে এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজে নিলেন যুবক৷ চরম মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন৷ সোমবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বর্ধমানের মেমারির কুচুট গ্রাম৷ মৃতের নাম ব্রজ গঙ্গোপাধ্যায়৷ মৃতের কাছ থেকে পাওয়া সুইসাইড নোট থেকে আত্মহত্যার কারণ জানতে পারেন পুলিশ ও মৃতের বাড়ির পরিজনরা৷ এরপরই অভিযুক্ত প্রেমিকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা৷ রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Advertisement

[ আরও পড়ুন: দরিদ্র পড়ুয়াদের জন্য সাহায্যের হাত বাড়াল টিএমসিপি, হিঙ্গলগঞ্জ কলেজে ব্যতিক্রমী ছবি]

জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন ব্রজ গঙ্গোপাধ্যায়। থাকতেন বারাসতে। সোমবার সেখানেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে বলে তাঁর পরিবার সূত্রে খবর৷ জানা গিয়েছে, মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ সেখান থেকেই সমস্ত ঘটনা স্পষ্ট হয়েছে বলে সূত্রের খবর৷ মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই কুচুট গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রজ। সেই সম্পর্কের কথা স্থানীয়রা প্রায় সকলেই জানতেন। তাঁদের বিয়ে হওয়ারও কথা ছিল৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ওই তরুণীর বাড়ির লোকজন৷ অভিযোগ, ব্রজর সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেই, অন্য একজনের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক করে ফেলে পরিবারের লোকজন। এবং ক্রমাগত ব্রজকে হুমকি দিতে থাকে তারা৷ একটা সময় চরম মানসিক অবসাদে ভুগতে থাকেন আত্মঘাতী যুবক৷ অবশেষে সোমবার আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷

স্থানীয় সূত্রে খবর, ব্রজর মৃত্যুর খবর বিকেলে গ্রামে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা৷ স্থানীয়দের নিয়ে ওই তরুণীর বাড়ি ঘেরাও করেন  এবং বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা৷ বন্ধ করে দেন মেমারি-পাহাড়হাটি রোড। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকার যান চলাচল৷ স্থানীয়দের দাবি, ওই তরুণীর পরিবারের লোকজনই ব্রজকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। ফলে তাঁদের যথাযথ শাস্তি দিতে হবে৷ জানা গিয়েছে, গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের সদস্যদের ও স্থানীয়দের বোঝান তাঁরা৷ তাঁদের সঙ্গে কথা বলে সোমবার রাতে অবরোধ তুলতে সমর্থ হন পুলিশ কর্মীরা৷

[ আরও পড়ুন: তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি টাকা কাটমানি ফেরতের দাবিতে পোস্টার ]

The post প্রেমিকার পরিবারের হুমকিতে আত্মঘাতী যুবক, তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement