shono
Advertisement
Mahakumbh 2025

মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ মালদহের বৃদ্ধা! উৎকন্ঠায় পরিবার

প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার।
Published By: Tiyasha SarkarPosted: 04:44 PM Jan 30, 2025Updated: 07:15 PM Jan 30, 2025

বাবুল হক, মালদহ: মহাকুম্ভে হুড়োহুড়ির মাঝে পড়ে নিখোঁজ মালদহের বৃদ্ধা। বুধবার স্নানে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। উৎকন্ঠায় কাটছে প্রতি মুহূর্ত। ছবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। খোঁজ নেওয়া হচ্ছে হাসপাতালেও। এদিন মহাকুম্ভের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন সাংসদ পার্থ ভৌমিক। বললেন, "নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাব ছিল।" 

Advertisement

১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছিল মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্যস্নান। মঙ্গলবার রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা ঘটে। বহু পুণ্যার্থীর মৃত্যু হয়। ওইদিনই স্নানে নেমেছিলেন অনিতা ঘোষ। এরপর থেকে বেপাত্তা বৃদ্ধা।

জানা গিয়েছে, পরিবারের যে সদস্যদের সঙ্গে বৃদ্ধা কুম্ভমেলায় গিয়েছিলেন তাঁরা কোথাও হদিশ পাননি। ফোনও যোগাযোগ করা যাচ্ছে না। তবে ঘাট থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার চাদর। ফলে বৃদ্ধা কোথায়, কোন পরিস্থিতিতে রয়েছেন তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই এবিষয়ে পুলিশ ও প্রশাসনে জানানো হয়েছে। উল্লেখ্য, মহাকুম্ভে গিয়ে মঙ্গলবারের দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলার বেশ কয়েকজন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে হুড়োহুড়ির মাঝে পড়ে নিখোঁজ মালদহের বৃদ্ধা।
  • বুধবার স্নানে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। উৎকন্ঠায় কাটছে প্রতি মুহূর্ত।
  • ছবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। খোঁজ নেওয়া হচ্ছে হাসপাতালেও।
Advertisement