রমণী বিশ্বাস, তেহট্ট: দলীয় কাজ সেরে ফেরার পথে খুদেকে ধাক্কা মহুয়া মৈত্রর গাড়ির। মানবিক রূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ। নিজেই খুদেকে নিয়ে হাজির হলেন হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
সামনেই পঞ্চায়েত ভোট। ফলে শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত দলের নেতা কর্মীরা। অন্যান্যদিনের মতোই রবিবার দলের কাজে বেরিয়েছিলেন মহুয়া মৈত্র। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, করিমপুরের কাঁঠালিয়া এলাকায় মহুয়া মৈত্রর গাড়িতে ধাক্কা খায় এক খুদে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে করিমপুর হাসপাতালে যান সাংসদ। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কৃষ্ণনগর হাসপাতালে। সঙ্গে রয়েছেন সাংসদ।
[আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদ নীতির বিরোধিতা, পঞ্চায়েত ভোটে প্রার্থী কেএলও সুপ্রিমোর ২ আত্মীয়]
তৃণমূল সাংসদকে এই ভূমিকায় দেখে আপ্লুত স্থানীয়রা। সকলেই খুদের সুস্থতা কামনা করছেন। তবে এ বিষয়ে এখনও সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আহত খুদের পরিবারের কোনও প্রতিক্রিয়াও মেলেনি এখনও।
