shono
Advertisement

প্রতিবন্ধীদের সহায় পদ্মশ্রী করিমুল হক, হাতে হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল

করিমুলবাবুর ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির সুকান্ত বসু। The post প্রতিবন্ধীদের সহায় পদ্মশ্রী করিমুল হক, হাতে হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:19 PM May 27, 2018Updated: 03:34 PM May 27, 2018

অরূপ বসাক, মালবাজার: অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন অনেকদিন। এবার প্রতিবন্ধী ছেলে-মেয়েদের চলাফেরার সুবিধার্থে এগিয়ে এলেন পদ্মশ্রী করিমুল হক। মালবাজারের গরিব প্রতিবন্ধী ছেলেময়েরা যাতে নিজেরাই চলাফেরা করতে পারেন, তারই উদ্যোগ নিলেন তিনি। সকলের হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল।

Advertisement

[উলুবেড়িয়ায় দুই অজ্ঞাতপরিচয় তরুণীর রহস্যমৃত্যু, রেললাইন থেকে উদ্ধার দেহ]

গরিব প্রতিবন্ধী ছেলে-মেয়েরা কীভাবে কষ্ট করে চলাফেরা করেন। তা নিত্যই দেখতে পান করিমুল হক। এসব দেখে তাদের সহযোগিতা করার জন্য মন কেঁদে ওঠে এই মানুষটির। তবে মন কাঁদলেও উপায় নেই। তাঁর তো আর তেমন আর্থিক স্বচ্ছলতা নেই। চাইলেও তাই মনের মতো করে কিছুই তেমন করা হয়ে ওঠে না। তাই নিজেই বেরিয়ে পড়লেন সাহায্যের আশায়। সঞ্চয়ও হল। শিলিগুড়ির সমাজসেবী সুকান্ত বসু পদ্মশ্রী করিমুল হকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রবিবার মালবাজারে এল ছ’টি ট্রাই সাইকেল। করিমুল হকের হাত দিয়ে যেগুলি যাবে মালবাজারের প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কাছে। যেমন পরিকল্পনা তেমনই কাজ। আগে থেকেই জানা ছিল, এদিনই এসে পৌঁছাবে ট্রাই সাইকেল। সেইমতো খবরও দেওয়া ছিল। ট্রাই সাইকেল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই লাটাগুড়ি, চ্যাংমাড়ি, ক্রান্তি ও রাজাডাঙা এলাকার অসহায় ছেলে-মেয়েরা এসে উপস্থিত হয়। একে একে তাদের হাতে ট্রাই সাইকেল তুলে দেন পদ্মশ্রী করিমুল হক।

[অনলাইনে গোলযোগ, টিকিট বুকিং বন্ধের জেরে স্তব্ধ বালুরঘাট ডিপোর বাস পরিষেবা]

এই প্রসঙ্গে করিমুল হক বলেন, ‘মানুষের সেবা করাই এখন আমার মুল লক্ষ্য। আমাকে সাহায্য করছে দুই ছেলে ও স্ত্রী। আমি চাই আমার মতো আরও করিমুল তৈরি হোক গ্রামে গ্রামে। যাতে গরিব মানুষরা বিনা চিকিৎসায় মৃত্যুর দরজায় পৌঁছে না যায়।’ করিমুল হক ট্রাই সাইকেল প্রদানকারী সুকান্ত বসুকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, করিমুল হকের এক কথায় তিনি এই সাইকেলগুলি দিয়েছেন। সুকান্তবাবু বলেন, ‘ভবিষ্যতে করিমুল হকের কোনও কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি সাহায্য এর হাত বাড়িয়ে দেব।’

The post প্রতিবন্ধীদের সহায় পদ্মশ্রী করিমুল হক, হাতে হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার