shono
Advertisement
Malda

নাবালক নাতির সামনে বৃদ্ধাকে কোপ, বাড়িতে লুটপাট, চাঞ্চল্য মালদহে

রক্তাক্ত বৃদ্ধাকে মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 04:50 PM Feb 16, 2025Updated: 05:03 PM Feb 16, 2025

বাবুল হক, মালদহ: নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতী দলের বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানা এলাকায়। এলাকায় কীর্তন চলায় আক্রান্ত পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা। রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম আন্নাবালা মৃধা। বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামের বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে সুব্রত মৃধা সিআরপিএফ জওয়ান। তিনি ত্রিপুরায় কর্মরত রয়েছেন। বাড়িতে বউমা, দুই নাবালক নাতিকে নিয়ে থাকেন। সেই সুযোগে বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রথমে আন্নাবালাদেবীর ঘরে গিয়ে তাণ্ডব চালায় আততীয়ারা। বৃদ্ধা প্রতিরোধের চেষ্টা করলে দুষ্কৃতীরা ঘরে থাকা বটি দিয়ে বৃদ্ধাকে কোপায় বলে অভিযোগ। তারপর নগদ টাকা ও সোনার গয়না লুট করে। এরপরে বউমার ঘরে ঢুকেও লুটপাট চালায় তারা। লুট করে পালিয়ে যায় তারা। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘর থেকে রক্তাক্ত বটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতী দলের বিরুদ্ধে।
  • রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানা এলাকায়।
  • এলাকায় কীর্তন চলায় আক্রান্ত পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা।
Advertisement