সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে তৈরি হবে নয়া মহকুমা। সুতির প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ অশান্তিতে সম্প্রতি অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলায় নজরদারি বাড়াতে এই নতুন মহকুমা তৈরির সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসের শুরুতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ (Murshidabad)। একাধিক বাড়ি ভাঙচুর হয়। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য পুলিশ অতিদ্রুতই পরিস্থিতি আয়ত্তে আনে। অশান্তির আঁচ থিতিয়ে যেতেই সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার সুতিতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে নয়া মহকুমা তৈরি করা হবে বলে জানালেন মমতা। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে নেন। প্রথমেই মঞ্চে ডেকে নেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকে। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ঝণ্টুর স্ত্রী শাহানাজের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপর ওয়াকফ অশান্তির মাঝে পড়ে নিহত এজাজ আহমেদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
