shono
Advertisement

মালদহে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সাহায্য ও সরকারি চাকরি

মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত মৃতদের পরিবার।
Posted: 12:43 PM Jan 31, 2023Updated: 01:03 PM Jan 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরির আশ্বাস দিলেন তিনি। ঘোষণা করলেন আর্থিক সাহায্যও।

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। মঙ্গলবার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা আগে থেকেই ঠিক ছিল। সূত্রের খবর, সেই সভায় যোগ দিতে সোমবার রাতে মালদহ শহর থেকে রওনা দেয় একটি বাস। তাতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কে পাণ্ডুয়ার কাছে ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। আহত হন যাত্রীরা। বহু যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম হন কমপক্ষে ৩০ জন।

[আরও পড়ুন: মালদহে বাস দুর্ঘটনায় মৃত ২, আহত ৩০ যাত্রীকে দেখতে হাসপাতালে ফিরহাদ, দিলেন সাহায্যের আশ্বাস]

রাতেই হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কথা বলেন আহতদের সঙ্গে। তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, আহতরা বাসে কোথায় যাচ্ছিলেন তা জানা নেই। তবে আশ্বাস দিয়েছিলেন সাহায্যের। মালদহের গাজোলের সভামঞ্চ থেকে দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু দেওয়া হবে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। 

এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন ‘হিংসুটে’, ‘ডাকাত’ বলে। একশো দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে একাধিক ইস্যু তুলে আক্রমণ করলেন কেন্দ্রকে। সকলের সামনে তুলে ধরলেন রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথা। প্রসঙ্গত, দুর্ঘটনায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কনভয়ে ধাক্কা পণ্যবোঝাই ট্রাকের, আটক চালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার