shono
Advertisement
Mamata Banerjee

'নিশ্চিন্তে স্কুলে যান, লিস্ট নিয়ে ভাবতে হবে না', ফের 'যোগ্য' চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার

বললেন, "কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতাম।"
Published By: Tiyasha SarkarPosted: 01:07 PM Apr 22, 2025Updated: 01:28 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না", মেদিনীপুরের সভা থেকে ফের 'যোগ্য' চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "আপনারা স্কুলে যান। বাকি দায়িত্ব রাজ্য সরকারের।" নাম না করে ফের নিশানা করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বললেন, "কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতাম।"

Advertisement

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সোমবার রাত থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েছেন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। এসবের মাঝেই মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "কেন বসে আছেন গরমে? নিশ্চিন্তে আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনার জন্য যা করনীয় তা সরকার করবে।"

কেন যোগ্য-অযোগ্যর তালিকা নিয়ে এত মাতামাতি, সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, "আপনার লিস্টের কী দরকার। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, আমি আছি। আপনার তো লিস্টের দরকার নেই। আপনার নিজের চাকরি আছে কি না, সেটা দেখা দরকার। আমি তো বলছি আপনারা স্কুলে যান। বেতন পাবেন।" এরপরই মমতা জানান, তিনি এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছেন বলেই সমস্যা। কলকাতায় থাকলে এক মিনিটেই সমস্যা মিটিয়ে ফেলতেন। তবে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি এদিন ফের নাম না করে ফের নিশানা করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বললেন, "বাংলায় কয়েকটা লোক আছে। ওরা ভোট চায় না। ওরা হাই কোর্টে যায় আর PIL করে। আমরা চাকরি দিই,  ওরা খায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না", মেদিনীপুরের সভা থেকে ফের 'যোগ্য' চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না।"
  • নাম না করে ফের নিশানা করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বললেন, "কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতাম।"
Advertisement