shono
Advertisement

মামলার জেরে সার্কিট বেঞ্চের উদ্বোধন স্থগিত, পিছোল মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফর

আপাতত স্থগিত রাখা হল মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ির সফর৷ The post মামলার জেরে সার্কিট বেঞ্চের উদ্বোধন স্থগিত, পিছোল মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:59 PM Aug 10, 2018Updated: 07:31 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর৷ আগামী ১৭ আগস্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু, হাই কোর্টে দায়ের হওয়া মামলা চলার কারণে পদ্ধতিগত ভাবে উদ্বোধন করতে পারবেন না মুখ্যমন্ত্রী৷ ফলে, আপাতত স্থগিত রাখা হল মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ির সফর৷

Advertisement

উত্তরকন্যায় জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এটা ৪০ বছর ধরে চেয়েছিল উত্তরবঙ্গের মানুষ৷ মানুষ চেয়েছে যে উত্তরবঙ্গে হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ হোক৷ সরকারের তরফে সেটা করে দেওয়া হয়েছে৷ আমি নিজেও আসব উদ্বোধন করতে৷ মাথায় রাখবেন এটা আপনাদের একটা বড় পাওনা৷ আগে তো কিছুই ছিল না৷ এখন উত্তরকন্যা হয়েছে৷ আলিপুরদুয়ার একটা নতুন জেলা হয়ে গিয়েছে৷ কোচবিহারে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে৷ মেডিকেল কলেজ তৈরি হচ্ছে৷ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে৷ এখানে স্পোর্টস স্টেডিয়াম তৈরি হয়েছে৷ সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে৷ প্রতিটি জেলা ঢেলে সাজানো হচ্ছে৷ আমরা নতুন নতুন প্রকল্প নিচ্ছি৷’’

[জন্মের পর হাসপাতালই ঘর, একরত্তির অন্নপ্রাশনে মাতলেন ডাক্তার-নার্সরা]

মুখ্যমন্ত্রীর নির্দেশে উদ্বোধনের দিন চূড়ান্ত করা হলেও হাই কোর্টে মামলা চলার কারণে আপাতত তা পিছিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে৷ সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির জলপাইগুড়ির পরিকাঠামো পরিদর্শনের পর উদ্বোধন দিনক্ষণ চূড়ান্ত করা হয়৷ আশায় বুক বাঁধতে শুরু করেন জলপাইগুড়িবাসী৷ এই শহরের দীর্ঘ ৫৫ বছরের আন্দোলন জড়িয়ে রয়েছে এই সার্কিট বেঞ্চের সঙ্গে৷ মামলা-সহ নানা কারণে বারবার আটকে যাচ্ছিল সার্কিট বেঞ্চের পথ চলা৷

জলপাইগুড়ি স্টেশন রোডের ডাকবাংলোয় পাঁচ বছর আগেই গড়ে তোলা হয়েছে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন৷ কম্পোজিট কমপ্লেক্সের পাশে সার্কিট বেঞ্চের নিজস্ব জমিও পরিদর্শন হয়েছে৷ এখানেই হবে স্থায়ী ভবন৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মূল ভবন গড়ে তুলবে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি৷ বিচারপতিদের বসার ঘর ও লাইব্রেরির মতো পরিকাঠামোও তৈরি হয়েছে৷ প্রায় ‌৮ জন বিচারপতির বসার ব্যবস্থা হচ্ছে৷ তৈরি বিচারপতিদের আবাসনও৷ সব কিছু ঠিক থাকলে শুরুতেই ১টি সিঙ্গল বেঞ্চ ও ২টি ডবল বেঞ্চ চালু করা হবে জলপাইগুড়িতে৷ ইতিমধ্যেই এই ভবন নির্মাণের জন্য ৩৫২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার৷ কিন্তু, মামলার গেরোয় আপাতত থমকে গোটা প্রক্রিয়া৷

[দুই নাবালিকাকে বলি দিলেই মিলবে গুপ্তধন! কীভাবে ভেস্তে গেল ছক?]

The post মামলার জেরে সার্কিট বেঞ্চের উদ্বোধন স্থগিত, পিছোল মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement