shono
Advertisement

প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীরভাবে শোকাহত, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রায়গঞ্জে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। The post প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীরভাবে শোকাহত, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Nov 20, 2017Updated: 02:12 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, মঙ্গলবার রায়গঞ্জে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার শেষকৃত্য হবে। বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,  মঙ্গলবার অধিবেশন মুলতুবি রাখার প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি জাতীয় রাজনীতিতে পরিচিত নাম। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতির বড় ক্ষতি।

Advertisement

[দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি]

দীর্ঘ রোগভোগের পর সোমবার দুপুরে দিল্লির ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাঁর মৃত্যুতে  শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময়ে তিনি নিজেও প্রিয়রঞ্জন দাশমুন্সির নেতৃত্বে যুব কংগ্রেস করতেন। প্রয়াত নেতার ছবি দিয়ে মুখ্যমন্ত্রী টুইট, ‘ প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও দলের কর্মীদের গভীর সমবেদনা জানাচ্ছি। ১৯৭২ সাল থেকে বাংলার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যু বড় ক্ষতি।’  সোমবার রাতে দিল্লি থেকে কলকাতায় আনা হবে প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ। শেষকৃত্য হবে  রায়গঞ্জে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রায়গঞ্জে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার শেষকৃত্যের ব্যবস্থা করবে সরকার। প্রিয়বাবুকে শ্রদ্ধা জানাতে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।

বিধানসভায় প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকপ্রকাশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি জাতীয় রাজনীতিতে পরিচিত নাম। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতির বড় ক্ষতি। পরিষদীয় মন্ত্রীর সংযোজন, কংগ্রেস নেতার প্রয়াণে মঙ্গলবার বিধানসভার অধিবেশন মুলতুবি রাখার প্রস্তাব দেওয়া হবে। প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মৃতিচারণা করতে পার্থ চট্টোপাধ্যায়ের সংযোজন, ‘ দীর্ঘদিন দক্ষিণ কলকাতা যুব কংগ্রেসের সভাপতি ছিলেন প্রিয়দা। আমি যখন আশুতোষ কলেজে পড়তাম, তখন উনি আসতেন। দক্ষিণ কলকাতায় আমরা প্রিয়দার নেতৃত্বেই রাজনীতি করতাম। আমাদের অনেক কিছু শিখিয়েছিলেন। রাজনীতির নিয়ম-কানুন নিয়ে ক্লাসও নিতেন। একদা সহকর্মীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[ইন্দ্রপ্রস্থে ইন্দ্রপতন, প্রিয়র প্রয়াণে শোকাহত অনুজ থেকে অগ্রজরা]

The post প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীরভাবে শোকাহত, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার