shono
Advertisement
ISL

আইএসএল প্রস্তাব নিয়ে আজ ক্লাবদের সঙ্গে মিটিং কমিটির, জানুয়ারিতে শুরু হবে লিগ?

অন্যদিকে, আইএসএল আয়োজন ইস্যুতে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে পালটা মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তর।
Published By: Arpan DasPosted: 09:59 AM Dec 24, 2025Updated: 01:05 PM Dec 24, 2025

দুলাল দে: জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরুর জন্য ইতিমধ্যেই ফেডারেশনের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছেন বাংলার রাজ্য ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত এবং গোয়া রাজ্য ফুটবল সংস্থার সভাপতি কাইতান ফার্নান্ডেজ।

Advertisement

আইএসএল শুরু জন্য ফেডারেশনের ঠিক করে দেওয়া তিন সদস্যর কমিটির তরফ থেকে যখন লিগ নিয়ে মোটামুটি একটা খসড়া চলে আসে, তখনই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ এই প্রস্তাবের উপর ভিত্তি করে কথা বলেন আইএসএলের ক্লাবদের সঙ্গে। ঠিক হয় ক্লাবরা তাদের প্রতিনিধিদের ঠিক করে বুধবার দুপুরে দিল্লির ফুটবল হাউসে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং তিন সদস্যর কমিটির সঙ্গে আলোচনার ব্যবস্থা করা হবে। মঙ্গলবার রাত অবধি জানা গিয়েছে ক্লাবদের প্রতিনিধি হিসাবে ধ্রুব এবং রবি পুস্কর আলোচনায় থাকছেন নিশ্চিত। সঙ্গে ক্লাব প্রতিনিধিদের তালিকায় আরও কয়েকজনের নামও যোগ হতে পারে। মিটিংয়ে অনলাইনে থাকার কথা নর্থ-ইস্টের মান্দার তামানহের। অবশ্যই থাকবেন অনির্বাণ দত্ত, কাইতান ফার্নান্ডেজ এবং কেরলের সভাপতি নাভাস মিরান। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে তিন সদস্যর কমিটির আলোচনায় বসার নির্ঘণ্ট ঠিক হয়।

আশা করা যাচ্ছে আইএসএল নিয়ে জট খুললেও খুলতে পারে। কারণ, ইতিমধ্যেই কীভাবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু করা সম্ভব তা নিয়ে প্রস্তাব আকারে খসড়া জমা দিয়েছে কমিটি। সেই প্রস্তাবের উপরই বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। কমিটির প্রস্তাব মতো বাংলা এবং গোয়া এই দুটো ভেন্যুতে আইএসএল শুরু করা সম্ভব কি না। ক্লাবরা যদি জানিয়ে দেয় সম্ভব, তাহলে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। আর যদি আপত্তি জানায়, তাহলে এই মরশুমের জন্য আইএসএল শুরু হওয়ার আর কোনও সম্ভবনা নেই।

এদিকে, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে উদ্দেশ্য করে বলেন, "উনি ঠিকই বলেছেন, ওদের খেলার প্রতি নজর দেওয়া উচিত। নয়-দশ-এগারোর মধ্যে এত বছর থেকেছে তো উপরের দিকে উঠতে গেলে খেলার প্রতি নজর দেওয়া উচিত।" এর সঙ্গে তিনি আরও যোগ করেন, "ইস্টবেঙ্গলের নিশ্চয়ই কোনও পরিকল্পনা রয়েছে, তাদের ছোট করতেও চাই না।"

মোহনবাগান সভাপতি শুধুমাত্র ইস্টবেঙ্গল কর্তার মন্তব্য প্রসঙ্গে এদিন বলেননি। পাশাপাশি ফেডারেশনের তিন সদস্যের আইএসএল ক্লাব-ফেডারেশন সমন্বয় কমিটি নিয়েও মন্তব্য করেন, "খসড়া তৈরি করে নিজেদের মধ্যে আলোচনা করে ক্লাবগুলোকে দেবে শুনলাম। আমাদের কাছে এখনও কোনও খসড়া আসেনি। এখনই সেই বিষয় নিয়ে মন্তব্য করার সময় আসেনি। আদৌ খসড়া তৈরি করার বিষয় আছে কি না জানি না। আমি যতদূর জানি ক্লাবেদের সঙ্গে বসে আলোচনা করার কথা রয়েছে। খসড়া তৈরি করে পাঠিয়ে দিয়ে তারপর আলোচনা করার ক্ষেত্রে তা কতটা গ্রাহ্য হবে আমার জানা নেই। তাই বলছি কোনও খসড়া হাতে না পেলে এখনই মন্তব্য করা উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আশা করা যাচ্ছে আইএসএল নিয়ে জট খুললেও খুলতে পারে।
  • কারণ, ইতিমধ্যেই কীভাবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু করা সম্ভব তা নিয়ে প্রস্তাব আকারে খসড়া জমা দিয়েছে কমিটি।
  • সেই প্রস্তাবের উপরই বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।
Advertisement