shono
Advertisement
Kane Williamson

ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য! নিউজিল্যান্ডের সঙ্গে রো-কো'র মোকাবিলায় আসছেন না উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের।
Published By: Arpan DasPosted: 09:23 AM Dec 24, 2025Updated: 01:11 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। ফের রোহিত-কোহলিকে দেখার জন্য মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। ভারত যদিও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেনি। তবে কিউয়িরা জানিয়ে দিল কারা আসবেন রো-কো'র মহড়া নিতে। কিন্তু সেই দলে নেই কেন উইলিয়ামসন (Kane Williamson)। কোহলি বনাম কেনের লড়াই দেখা থেকে বঞ্চিত হবেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিচেল ব্রেসওয়েল। অভিজ্ঞরা যেমন আছেন, তেমনই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিচার করে অনেক নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে। চোট সারিয়ে ফেরা কাইল জেমিসনকে দলে রাখা হয়েছে। কিন্তু নেই কেন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র, উইল ও'রুরকে ও ব্লায়ার টিকনারকে। মূলত চোট-আঘাত ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাঁদের বিশ্রাম দেওয়া হচ্ছে। যদিও উইলিয়ামসনের বিষয়ে জানানো হয়েছে, ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত থাকবেন।

আরেকটি বিষয় হচ্ছে ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাই প্রধান লক্ষ্য কিউয়িদের। শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টি দলও ঘোষিত করে দেওয়া হয়েছে। যেখানে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। দলে আছেন মিচেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস প্রমুখ।

উল্লেখ্য, ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। তারপর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ভারত ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। যে দলটা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। ফের রোহিত-কোহলিকে দেখার জন্য মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
  • ভারত যদিও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেনি।
  • তবে কিউয়িরা জানিয়ে দিল কারা আসবেন রো-কো'র মহড়া নিতে।
Advertisement