shono
Advertisement

ধেয়ে আসছে ‘ফণী’, প্রচারসূচিতে রদবদল মুখ্যমন্ত্রীর

বাতিল ওড়িশা-ভুবনেশ্বর-বিশাখাপত্তনমগামী ৭৪টি ট্রেন৷ The post ধেয়ে আসছে ‘ফণী’, প্রচারসূচিতে রদবদল মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:40 PM May 01, 2019Updated: 06:40 PM May 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে প্রচার কর্মসূচিতে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হেলিকপ্টার ব্যবহার না করে সড়ক পথেই বেশিরভাগ নির্বাচনী সভাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি৷ ষষ্ঠ দফার নির্বাচন হবে যে লোকসভা কেন্দ্রগুলিতে, শীঘ্রই সেখানে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো৷ সূত্রের খবর, প্রথমে খড়গপুরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে মেদিনীপুরের অন্যান্য সভাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবং ওই সময়ের অনেক সভাকে এগিয়ে আনারও সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব৷

Advertisement

[ আরও বাতিল: ভোট পরবর্তী অশান্তি অব্যাহত , ঘরবীরভূমেছাড়া ৪০ জন বিজেপি কর্মী]

এছাড়া ‘ফণী’র মোকাবিলা করার জন্য প্রশাসনকে সর্বতোভাবে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যে নবান্ন থেকে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, তাজপুরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ বহু হোটেলে বাতিল করা হয়েছে বুকিং৷ ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে যেকোনও রকমের বিপদ এড়াতে প্রস্তুত রেলও৷ রেলের তরফে ইতিমধ্যে ৭৪টি ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষ করে ওড়িশা-ভুবনেশ্বর-বিশাখাপত্তনমগামী ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে৷ অথবা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ রেল সূত্রে খবর, বাতিল হয়েছে হাওড়া থেকে বেঙ্গালুরগামী৷ হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেন৷ হাওড়া-ইস্ট কোস্ট ট্রেন৷ এবং হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেনও বাতিল করা হয়েছে৷

[ আরও বাতিল: ‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র ]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ফণী। আগামী শুক্রবারের মধ্যে সেটি তীব্র ঘূর্ণিঝড়ের (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) চেহারা নিয়ে ওড়িশা তটে আছড়ে পড়তে পারে। স্থলভূমিতে ঢোকার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার। তবে, ফনীর শক্তিবৃদ্ধি অবশ্য আগেই শুরু হয়ে যাচ্ছে। ১২ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে অতি ভারী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ফণী। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হবে। কোথাও মাঝারি, কোথাও মুষলধারে। দোসর হবে ঝোড়ো বাতাস। কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার হতে পারে। রবিবার দুর্যোগ বাড়বে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঝড়ও। আবহাওয়াবিদদের আশঙ্কা, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে।

The post ধেয়ে আসছে ‘ফণী’, প্রচারসূচিতে রদবদল মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement