shono
Advertisement
Mamata Banerjee

চলতি সপ্তাহেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, জেনে নিন দিনক্ষণ

গত অক্টোবরে শিলিগুড়িতে সব থেকে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Tiyasha SarkarPosted: 08:27 PM Jan 11, 2026Updated: 08:38 PM Jan 11, 2026

হাতে আর মাত্র কয়েকদিন। চলতি সপ্তাহেই ২ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ১৭ তারিখ জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ।  একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।” 

গত ডিসেম্বরে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকেই বাংলার সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাসের আনুমানিক সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, "জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি।  জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস করব।" সামান্য পিছিয়েছে সময়। দ্বিতীয় সপ্তাহের পরিবর্তে তৃতীয় সপ্তাহে সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ডিসেম্বরেই তার শিলান্যাস হয়েছে। আগামী ২ বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরের শিলান্যাস সময়ের অপেক্ষা মাত্র। তারপরই জোরকদমে শুরু হবে নির্মাণ কাজ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement