shono
Advertisement

Breaking News

‘দিল্লির গদি নয়, পাবে কাঁকর মেশানো বাংলার লাড্ডু’, মোদিকে কটাক্ষ মমতার

কাঁথির তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে হেড়িয়ায় সভা৷ The post ‘দিল্লির গদি নয়, পাবে কাঁকর মেশানো বাংলার লাড্ডু’, মোদিকে কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:04 PM Apr 28, 2019Updated: 03:04 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৪ সালে৷ সেই শেষবার৷ তারপর একটা দীর্ঘ সময়ে পূর্ব মেদিনীপুরের অন্যতম রাজনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা খেজুরিতে জনসভা করেননি তৃণমূল নেত্রী৷ এবারের লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির সেই শক্তি জমিতে ফের এসে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাঁথির হেভিওয়েট তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে রবিবার খেজুরির হেড়িয়ায় প্রচারসভা করলেন ১৫ বছর পর৷ যথারীতি উঠে এল পুরনো দিনের কথা৷ নন্দীগ্রাম, খেজুরির অশান্ত অধ্যায়কে তুলে ধরে এবার সিপিএম-বিজেপিকে একযোগে তোপ দাগলেন মমতা৷ বললেন, ‘সেদিনের লাল জামা পরা সিপিএম হার্মাদরা, আজ গেরুয়া পরে বিজেপির ওস্তাদ হয়েছে৷ নিজেদের লাল পতাকা বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে৷’ দুর্যোধন, দুঃশাসনের সঙ্গে তুলনা করেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপির প্রচারে ‘মার্কিন নাগরিক’ খালি, কমিশনে নালিশ তৃণমূলের]

এক দশক আগে খেজুরির মাটি আর এরাজ্যে শাসকদলের প্রধান প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের বেড়ে ওঠা প্রায় সমার্থক৷ বঙ্গ রাজনীতির অন্যতম কলঙ্কিত অধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের ভিত স্থাপিত হয়েছিল এই এলাকাতেই৷ তৎকালীন বামফ্রন্ট সরকারের নজিরবিহীন অত্যাচারের বিরুদ্ধে এখানকার মানুষজনকে প্রতিবাদে এগিয়ে দিয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল৷ ফলে ১৫ বছর পর সেই একই মাটিতে দাঁড়িয়ে বদলে যাওয়া খেজুরির মধ্যেও যে তিনি সেদিনের ছায়া প্রত্যক্ষ করবেন, তা স্বাভাবিক৷ তাই তাঁর বক্তব্যের শুরুতেই উঠে এল সিপিএম বিরোধিতা৷ এরপরই সিপিএম-বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব হলেন৷

[ আরও পড়ুন: জ্বর গায়ে প্রচারে বেরিয়ে নকুলদানা বিলি মিমির]

সিপিএম বিরোধিতার পর অবশ্য মোদি বিরোধী চিরাচরিত আক্রমণাত্মক ভঙ্গি তাঁর কণ্ঠে ফিরে আসতে বেশি সময় নিল না৷ বলে উঠলেন, ‘যেভাবে দেশ চলছে, তাতে আর বেশিদিন ভারতের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবেন না৷ কারণ, নোট বাতিলের মতো একদিন গণতন্ত্রকেও বাতিল করে দেবে মোদিরা৷’ একাধিক ইস্যুতে বিরোধিতার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন, বাংলার নাম বদলের বিষয়টি ৩ বছর ধরে ফেলে রেখেছে দিল্লির সরকার৷ বাংলার একাধিক প্রকল্পের কাজ বাকি৷ তা সত্ত্বেও নির্বাচনী মরশুমে বাংলায় এসে ভোটভিক্ষা করা বিজেপি নেতৃত্বের নির্লজ্জতার নিদর্শন বলে মনে করেন তিনি৷ সেইসঙ্গে চ্যালেঞ্জ, ‘দিল্লির গদিতে আবার বসতে চাইছে৷ দিল্লির গদি এবার আর পাবে না৷ পাবে বাংলার লাড্ডু, যাতে কিসমিস-কাজুর বদলে থাকবে কাঁকর, স্টোনচিপস৷ খাবে আর বুঝতে পারবে বাংলা দখল করতে আসা কত কঠিন৷’ বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রীর কথায়, ‘এক হাতে গদা আরেক হাতে তলোয়ার নিয়ে হিন্দু ধর্ম শেখাতে এসেছে৷ এখানে দুর্গাপুজো হয় না বলে যেকথা বারবার বলছেন নরেন্দ্র মোদি, তা ডাহা মিথ্যে কথা৷’

[ আরও পড়ুন: ১০৪ নট আউট, এবারও ভোট দেবেন বহরমপুরের বীণাপাণিদেবী]

এরপরই কাঁথির প্রার্থী শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি থেকে মোদিকে সরাতে গেলে কাঁথির বর্ষীয়ান, অভিজ্ঞ এই প্রার্থীকে ভোট দিয়ে তার সূচনা করতে হবে৷ দিল্লি দখলে শিশির অধিকারী বাংলাকে পথ দেখাবেন৷ আগামী ১২ মে কাঁথিতে ভোট৷  এখানে চতুর্মুখী লড়াই৷ শেষ হাসি কে হাসবে, তা বোঝা যাবে ২৩ মে৷

The post ‘দিল্লির গদি নয়, পাবে কাঁকর মেশানো বাংলার লাড্ডু’, মোদিকে কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement