shono
Advertisement
Habra

পরকীয়ার টানে বন্ধুর বউকে নিয়ে চম্পট, 'বিশ্বাসঘাতক'কে শাস্তি দিল যুবক!

পলাতক অভিযুক্ত যুবক।
Published By: Paramita PaulPosted: 12:15 PM Jun 08, 2025Updated: 12:18 PM Jun 08, 2025

অর্ণব দাস, বারাসত: বন্ধুর বউয়ের সঙ্গে প্রেম! তারপর তাঁকে নিয়েই পালিয়েছিলেন। সেই 'অপরাধে' শনিবার রাতে বন্ধুর গলায় কোপ মারলেন হাবরার যুবক! আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিকে রেফার করা হয়েছে আর জি কর হাসপাতালে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম সৌমিত্র সরকার। বছর পঞ্চাশের সৌমিত্রর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর এলাকায়। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বিএম পল্লি এলাকার বাসিন্দা বছর ৪৭-এর সুশান্ত পালের সঙ্গে সৌমিত্রের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সূত্রে চাঁদপাড়ার সুশান্তর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সৌমিত্রর। সেই সময় সুশান্তর বউ দেবিকার সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয় তাঁর। সেই টানে প্রায় পাঁচ মাস আগে বন্ধুর বউকে নিয়ে পালিয়ে ছিলেন তিনি। হাবরা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মধ্য হাড়িয়া পদ্মাপল্লি এলাকায় সঞ্জয় দাসের বাড়িতে নতুন সংসার পাতেন তাঁরা।

আর সেই খবর জানতে পেরে শনিবার রাতে বাড়িতে চড়াও হন সুশান্ত। কথা কাটাকাটির মাঝেই ধারালো চপার দিয়ে সৌমিত্রের ঘাড়ে আঘাত করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেন তিনি। স্থানীয়দের তাৎপরতায় রক্তাক্ত অবস্থায় সৌমিত্রকে হাবরা হাসপাতালে নিয়ে এলে ঘাড়ে চারটি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে সৌমিত্রকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালের রেফার করা হয়। অভিযুক্ত সুশান্ত পালের সন্ধানে খোঁজ চালাচ্ছেন হাবড়া থানার পুলিশ প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্ধুর বউয়ের সঙ্গে প্রেম! তারপর তাঁকে নিয়েই পালিয়েছিলেন।
  • সেই 'অপরাধে' শনিবার রাতে বন্ধুর গলায় কোপ মারলেন হাবরার যুবক!
  • আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিকে রেফার করা হয়েছে আর জি কর হাসপাতালে।
Advertisement