shono
Advertisement

আঙুলে কালি ছাড়াই ভোট, কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারের ভূমিকায় প্রশ্ন

ভোটারের আঙুলে কালি দিতে ভুলে গিয়েছেন, সাফাই প্রিসাইডিং অফিসারের৷ The post আঙুলে কালি ছাড়াই ভোট, কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারের ভূমিকায় প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM May 06, 2019Updated: 06:03 PM May 06, 2019

মণিশংকর চৌধুরি ও সৌম্য মুখোপাধ্যায়: মায়ের হয়ে ভোট দিয়ে দিলেন ছেলে৷ শুধু একসঙ্গে পরপর দু’টি ভোট দেওয়াই নয়৷ কারচুপি করা ওই ভোটারের আঙুলে কালি লাগানো হয়নি বলেও অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির বলাগড়ের শেরপুর সুবর্ণপ্রভা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের বুথে৷

Advertisement

[ আরও পড়ুন: বুথে ঢুকে চামড়া গুটিয়ে নেওয়ার ‘হুমকি’ লকেটের, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন]

নির্দিষ্ট সময়েই সোমবার রাজ্যে শুরু হয়েছে পঞ্চম দফার নির্বাচন৷ ভোটাভুটি চলছে রাজ্যের সাতটি লোকসভা আসনে৷ বারাকপুর, হাওড়া, হুগলির একাধিক বুথে মিলেছে বিক্ষিপ্ত অশান্তির খবর৷ তবে মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে ভোটাভুটি৷ হুগলির বলাগড়ের শেরপুর সুবর্ণপ্রভা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে যদিও সকাল থেকে বেশ শান্তিপূর্ণভাবে চলছিল ভোটগ্রহণ৷ কিন্তু আচমকাই দেখা যায়, মণীন্দ্র সেন নামে একজন ভোটার তাঁর বৃদ্ধা মাকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন৷ অভিযোগ, মা রেণুকা সেনের হয়ে ভোটও তিনি নিজেই দিয়ে দেন৷ তাতে বাধা দেননি নির্বাচনী আধিকারিকরা৷ ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর দেখা যায়, মণীন্দ্র সেনের দু’টি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে টিপ ছাপ দেওয়ার জন্য নীল কালি লাগানো হয়েছে৷ তবে ভোট দিয়ে যে তিনি বেরোলেন সে কারণে আঙুলে কোনও কালি দেওয়া হয়নি৷ কেন আঙুলে কালি লাগানো ছাড়াই ভোট দিলেন মণীন্দ্র? সাংবাদিকদের এ প্রশ্নে যদিও এতটুকুও বিব্রত হলেন না ওই ভোটার৷ পরিবর্তে ভোটার মণীন্দ্র সেনের দাবি, ভোট দেওয়া তাঁর দায়িত্ব৷ তিনি সেই দায়িত্ব পালন করেছেন৷ 

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে]

তবে আঙুলে কালি লাগানোর দায়িত্ব নির্বাচনী আধিকারিকদের৷ তিনি অবশ্য ঢোঁক গিলে বললেন, ভোটারের আঙুলে কালি দিতে ভুলে গিয়েছেন৷ অর্থাৎ তাঁর কথাবার্তায় এটাই স্পষ্ট যে ভোটাধিকার গোটা ঘটনার জন্য দায়ী৷ ভোটারের আঙুলে কালি না লাগানোর ঘটনা যে অনুচিত, তা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন প্রিসাইডিং অফিসারও৷ তবে একজন ভোটার কীভাবে নিজের এবং তাঁর মায়ের হয়ে কীভাবে ভোট দিতে পারেন? এই প্রশ্নের উত্তরে প্রিসাইডিং আধিকারিকের দাবি, এজেন্টদের মতামত নিয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে৷ ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর নির্বাচনী আধিকারিক নাকি এজেন্টদের সিদ্ধান্তই চূড়ান্ত? এই ঘটনার পর উঠছে সেই প্রশ্নও৷ 

দেখুন ভিডিও: 

The post আঙুলে কালি ছাড়াই ভোট, কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারের ভূমিকায় প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement