shono
Advertisement

পরপুরুষের সঙ্গে মোবাইলে ব্যস্ত, স্ত্রীকে বটি দিয়ে খুন করল স্বামী

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। The post পরপুরুষের সঙ্গে মোবাইলে ব্যস্ত, স্ত্রীকে বটি দিয়ে খুন করল স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Mar 06, 2019Updated: 09:12 PM Mar 06, 2019

রাজকুমার, আলিপুরদুয়ার: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরের ১১ নম্বর ওয়ার্ডের আশুতোষ কলোনি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[রাজনৈতিক কারণে খুন বড়মা! সিবিআই তদন্তের দাবি শান্তনু ঠাকুরের]

সূত্রের খবর, আলিপুরদুয়ার শহরের ১১ নম্বর ওয়ার্ডের আশুতোষ কলোনি এলাকার বাসিন্দা  রামকৃষ্ণ দাস। পেশায় কাপড় ব্যবসায়ী। জানা গিয়েছে, কয়েক বছর আগে আত্মহত্যা করেন রামকৃষ্ণ দাসের প্রথম স্ত্রী। এরপর কুমনি দাসকে (৩৫) বিয়ে করেন তিনি। সূত্রের খবর, বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। জানা গিয়েছে, বুধবার বিকেলে কাজ সেরে বাড়ি ফেরেন রামকৃষ্ণ। ঘরে ঢুকেই স্ত্রীকে মোবাইলে কথা বলতে দেখেন তিনি। অভিযোগ এরপরই রাগ স্ত্রীর উপর চড়াও হয় রামকৃষ্ণ। রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীর ঘাড়ে কোপ মারে ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই মহিলা। সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, খুনের পর স্ত্রীর পাশেই বসেছিলেন অভিযুক্ত। এরপর বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলিপুরদুয়ার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[রামপুরহাট পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি অনুব্রতর়]

জানা গিয়েছে, বিয়ের পর থেকেই আলিপুরদুয়ারেরই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কুমনির। সেই বিষয়টি জানতে পেরে যায় রামকৃষ্ণ। তা নিয়ে প্রায়দিনই ওই দম্পতির মধ্যে অশান্তি চলত বলে সূত্রের খবর। একাধিকবার ওই ব্যক্তির সঙ্গে স্ত্রীকে যোগাযোগ রাখতে বারণও করে রামকৃষ্ণ। তবে তাতে আমল দেননি কুমনি। এরপরই বুধবার ঘরে ফিরে স্ত্রীকে ফোনে কথা বলতে দেখে রাগের বশে স্ত্রীকে খুন করে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর,  ময়নাতদন্তের রিপোর্ট ও  মৃতার সন্তানদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।

The post পরপুরুষের সঙ্গে মোবাইলে ব্যস্ত, স্ত্রীকে বটি দিয়ে খুন করল স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement