shono
Advertisement

Breaking News

বাড়ি তৈরির ভিত খুঁড়তেই মিলল সুড়ঙ্গ, গুপ্তধন পাওয়ার আশায় ভাতারে শোরগোল

নিরাপত্তার স্বার্থে ওই এলাকাটি ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। The post বাড়ি তৈরির ভিত খুঁড়তেই মিলল সুড়ঙ্গ, গুপ্তধন পাওয়ার আশায় ভাতারে শোরগোল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM Feb 08, 2020Updated: 02:17 PM Feb 08, 2020

ধীমান রায়, কাটোয়া: বাড়ির ভিত খোঁড়ার কাজ চলছিল। ফুটপাঁচেক গর্ত করার পরেই পাওয়া গেল সুড়ঙ্গের সন্ধান। ঘটনা ঘিরে হুলুস্থুল কাণ্ড পূর্ব বর্ধমানের ভাতার থানার মাহাতা গ্রামের এলাকায়। বিডিও ইতিমধ্যেই গোটা ঘটনাটি পুরাতত্ত্ব বিভাগে জানিয়েছেন। সুড়ঙ্গের সঙ্গে ঐতিহাসিক কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা। আপাতত ওই এলাকায় ভিড় জমিয়েছেন অনেকেই। এলাকাটি ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

মাহাতা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা আপেল মল্লিক। ইদগাহের পাশেই বাড়ি তাঁর। শুক্রবার ওই ব্যক্তি নতুন বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়াচ্ছিলেন। মিস্ত্রিরা সবে ফুটপাঁচেক মাটি খুঁড়েছে। আচমকাই তাঁরা একটি সুড়ঙ্গ দেখতে পান। তারপর মাটি সরিয়ে দেখা যায়, ফুটসাতেক লম্বা ও ফুটচারেক চওড়া একটি ঘরের মতো ঘেরা জায়গা। তার একদিকের দেওয়ালে একটি গর্তও দেখা যায়।

শুক্রবার সন্ধের পূর্ব বর্ধমানের ভাতার থানার মাহাতা গ্রামের এই ঘটনায় রীতিমতো হুলুস্থূলু পড়ে যায়। লোকমুখে ছড়িয়ে যায় নানা গুজব। খবর পৌঁছয় ভাতারের বিডিওর কাছেও। বিডিও রাতেই ওই এলাকায় প্রতিনিধিদল পাঠান। ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুরাতত্ত্ব বিভাগে গোটা বিষয়টি জানিয়েছেন বিডিও। শনিবার আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর কথা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন। সুড়ঙ্গের সঙ্গে ঐতিহাসিক কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা।

[আরও পড়ুন: জামাইবাবুর হাত ধরে উধাও কিশোরী! দেড় মাস পর উদ্ধার দেহ]

মাহাতা গ্রামের বাসিন্দাদের ধারণা, কয়েকশো বছর আগে এখানে কোনও রাজ আমলের সমাধিক্ষেত্র ছিল। প্রাসাদও থাকতে পারে বলে অনুমান। অনেকেরই আবার অনুমান, এটি বৈষ্ণব সম্প্রদায়ের সমাধি। এদিকে, ইতিমধ্যেই ওই এলাকায় রটে গিয়েছে যে ওই সুড়ঙ্গের মধ্যে রয়েছে গুপ্তধন। তাই গুপ্তধনের সন্ধানে বহু মানুষ সুড়ঙ্গের আশেপাশে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকাটি ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার কিনারা না হওয়া পর্যন্ত ওই এলাকায় কাউকেই ঢুকতে দেওয়া হবে না।

দেখুন ভিডিও:

ছবি: জয়ন্ত দাস

The post বাড়ি তৈরির ভিত খুঁড়তেই মিলল সুড়ঙ্গ, গুপ্তধন পাওয়ার আশায় ভাতারে শোরগোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement