shono
Advertisement

দু’চাকায় পা রেখেই স্বনির্ভর, দুর্গাপুরের প্রথম মহিলা অ্যাপ বাইক চালক সুস্মিতা দত্ত

ঘরের কাজ সামলে সকালে, সন্ধেয় বাইক নিয়ে যাত্রী পরিষেবা দেন সুস্মিতা৷ The post দু’চাকায় পা রেখেই স্বনির্ভর, দুর্গাপুরের প্রথম মহিলা অ্যাপ বাইক চালক সুস্মিতা দত্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Aug 04, 2019Updated: 08:26 PM Aug 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’হাতে আগলে রাখা সংসার৷ আবার সেই দু’হাতেই ধরা থাকে দু-চাকার বাহনের নিয়ন্ত্রণ৷ এভাবেই তো নারী হয়ে ওঠেন দশভুজা৷ এমনই এক দশভুজার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হয়েছে দুর্গাপুরবাসীর৷ তিনি বছর পঁয়তাল্লিশের সুস্মিতা দত্ত৷ শহরের প্রথম মহিলা অ্যাপ বাইক চালক৷ স্কুটি নিয়ে যাত্রীকে পৌঁছে দেন গন্তব্যে৷

Advertisement

[ আরও পড়ুন: পর্যবেক্ষকের সামনেই বিবাদে জড়ালেন তৃণমূল বিধায়করা, পুরুলিয়ায় প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব]

গোড়া থেকেই স্বনির্ভর হতে চেয়েছিলেন৷ স্বামী, শাশুড়ি, মেয়েকে নিয়ে ভরা সংসারে এনিয়ে প্রচুর বিরোধিতা ছিল৷ শাশুড়ি, স্বামী কথা বলা বন্ধ করে দিয়েছিলেন৷ তবু হার মানেননি সুস্মিতা৷ নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে অবিচল ছিলেন৷ স্কুটি চালাতে পারতেন৷ সেটাই ছিল অস্ত্র৷ সেটাই এনে দিয়েছিল আত্মবিশ্বাস৷ কিন্তু একে কাজে লাগিয়েই যে আত্মনির্ভর হবেন, সেটা ভাবলেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা জানিয়েছেন, একদিন তিনি এক বন্ধুকে দেখেন এক সংস্থার স্টিকার লাগানো বাইক৷ তখন তিনি গোটা বিষয়টি জানতে চান৷ অ্যাপ বাইকের কথা জানতে পারেন৷

এরপরই তিনি নিজের স্কুটিটিকে এভাবে কাজে লাগানোর কথা ভাবেন৷ যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে৷ স্থানীয় অফিসে গিয়ে কথা বলেন, সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই এই চাকরির দুয়ারে পা রাখেন৷ এখন তাঁর দৈনন্দিন জীবন অন্যরকম৷ সকালে বাড়ির কাজকর্ম সেরেই বেরিয়ে পড়েন দু চাকা নিয়ে৷ সাড়ে আটটা থেকে শুরু হয় তাঁর যাত্রী পরিষেবা৷ চলে দুপুর একটা পর্যন্ত৷ এরপর মেয়েকে স্কুল থেকে ফিরিয়ে এনে খাওয়াদাওয়া, বিশ্রাম৷ বিকেলে ফের বেরিয়ে পড়েন৷ রাত পর্যন্ত চলে তাঁর বাইক পরিষেবা দিয়ে ঘরে ফিরে আসা৷ তাতেই যা রোজগার হওয়ার হয়৷ সেই টাকা সংসারের কাজে লাগান সুস্মিতা৷

[ আরও পড়ুন: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে দলের নেতার বিরুদ্ধেই নালিশ, প্রহৃত দুর্গাপুরের তৃণমূল কর্মী]

কিন্তু তিনি যে দুর্গাপুরের প্রথম মহিলা অ্যাপ বাইক চালক, তা কি জানেন? সুস্মিতার জবাব, তিনি প্রথমে জানতেন না৷ পরে সোশ্যাল মিডিয়ার দৌলতে জেনেছেন৷ তাহলে এবার কি দুর্গাপুর থেকে আরও বড় শহর কলকাতায় পরিষেবা দেওয়ার কথা ভাববেন সুস্মিতা? এর উত্তরে অবশ্য তাঁকে ততটা আত্মবিশ্বাসী দেখাল না৷ জড়সড় হয়ে বললেন, কলকাতার ভিড় এড়িয়ে তাঁর পক্ষে বাইক চালানো বেশ কঠিন হবে৷ হোক না কঠিন, সব প্রতিকূলতা পার করে ঠিক একদিন তিনি আরও ভাল জায়গায় পৌঁছবেন৷ সুস্মিতাকে কুর্নিশ এবং আন্তরিক শুভেচ্ছা৷

The post দু’চাকায় পা রেখেই স্বনির্ভর, দুর্গাপুরের প্রথম মহিলা অ্যাপ বাইক চালক সুস্মিতা দত্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement