সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। যার ফলে মাসের শুরুতে বানচাল হতে পারে পুজোর কেনাকাটির পরিকল্পনা।
[আরও পড়ুন: বিতর্ক উসকে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে চিঠি পাঠাচ্ছে কেন্দ্র]
চলতি বছর বেশ দেরিতে নিজের অস্তিত্ব প্রমাণ করতে শুরু করে বর্ষা। বৃষ্টির ঘাটতি পূরণ কীভাবে হবে, সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছিল আবহবিদ থেকে কৃষক প্রায় সকলেরই। তবে গতমাস থেকে বেশ হাঁকিয়ে ব্যাটিং করছে বর্ষা। কখনও হালকা আবার কখনও বা মাঝারি বৃষ্টি লেগেই রয়েছে। রবিবারও সকাল থেকে মুখভার আকাশের।। কালো মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আবারও নিম্নচাপ তৈরির ফলেই ছুটির দিন সকাল থেকেই মুখভার করে রয়েছে আকাশ। আবহবিদরা জানিয়েছেন, আপাতত উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। এছাড়া আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রের কাছাকাছি এলাকাগুলিতে কমপক্ষে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই যেকোনও রকম বিপদ এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দিঘার সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রবি এবং সোমবারের পরই অঝোর বৃষ্টির হাত থেকে রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরবঙ্গবাসীর জন্য রয়েছে দুঃসংবাদ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। তবে কতদিন একটানা বৃষ্টি চলবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না আবহবিদরা। নিম্নচাপের অবস্থানের উপরেই বৃষ্টিপাতের বিষয়টি নির্ভর করবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
[আরও পড়ুন: লুঙ্গি পরে ঝাঁটা হাতে হাসপাতাল পরিষ্কার করলেন মন্ত্রী স্বপন দেবনাথ]
পুজোর বাকি আর মাত্র মাসখানেক। তার আগে বৃষ্টির জেরে পুজোর কেনাকাটি বানচাল হওয়ার আশঙ্কাতেই আপাতত প্রহর গুনছেন আমজনতা। ভারী বৃষ্টিতে কি ভেস্তে যাবে পুজো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদিও সে আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আবহবিদদের দাবি, বর্ষা বিদায়ের একদম গায়ে গায়েই এবছর পুজোর নির্ঘণ্ট। দুর্গাপুজো শুরু হচ্ছে ৪ অক্টোবর। ওই দিন পঞ্চমী। দশমী ৮ অক্টোবর। এই সময়ে ঝেঁপে বৃষ্টি যে হবে না, তা বুক ঠুকে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। কারণ আনুষ্ঠানিকভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর। অর্থাৎ, পুজো এবার খাতায় কলমে বর্ষার মধ্যেই। উপরন্তু ইদানীং নিম্নচাপের দৌলতে বিদায়লগ্নেও আচমকা বর্ষা মারমুখী হয়ে উঠতেই পারে।
The post পুজোর কেনাকাটি করতে যাবেন? বেরনোর আগে জানুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
