shono
Advertisement

Breaking News

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলিও৷ The post উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:48 PM Jun 26, 2019Updated: 01:48 PM Jun 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে বর্ষা রাজ্যে ঢুকে পড়েছে৷ হাওয়া অফিসের তরফে দাবি একইরকম৷ কিন্তু জুনের শেষেও বৃষ্টি অমিল বঙ্গে৷ সামান্য ছিটেফোঁটা হলেও, ভারী বৃষ্টির দেখা নেই৷ তার জেরে তীব্র গরম এবং মাত্রাতিরিক্ত আর্দ্রতার জেরে বিব্রত রাজ্যবাসী৷ কবে আসবে বৃষ্টি এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

Advertisement

[ আরও পড়ুন: রবিউল জঙ্গি! মানতে পারছেন না মুরারইয়ের মিত্রপুর গ্রামের প্রতিবেশীরা]

তবে এই পরিস্থিতিতে যদিও সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে ঝেঁপে বৃষ্টি সম্ভাবনা রাজ্যে৷ এই নিম্নচাপের সৌজন্যেই রবিবার থেকে রাজ্যে বর্ষার বৃষ্টির দেখা মিলতে পারে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হবে বলেই আশা হাওয়া অফিসের৷

[ আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, উত্তপ্ত মুর্শিদাবাদ]

তবে দক্ষিণবঙ্গবাসী যখন প্রবল গরমে অতিষ্ঠ, তখন উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই বিপরীত৷ বৃষ্টির জেরে বেশ স্বস্তিতেই দিন কাটছে উত্তরবঙ্গবাসীর৷ প্রবল বৃষ্টিতে বরং ভোগান্তির শিকার হতে হচ্ছে উত্তরের মানুষদের৷ গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে উত্তরের বিভিন্ন জেলা৷ ২৮ জুন পর্যন্ত দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিতে ভিজবে বলেই জানিয়েছেন আবহবিদরা৷

[ আরও পড়ুন: ‘স্কুলের শিক্ষকদের কাছেই প্রাইভেট টিউশন পড়ব’, দাবিতে পথে পড়ুয়ারা]

গত কয়েক বছরের তুলনায় এ বছর বেশ দেরিতে রাজ্যে পা রেখেছে বর্ষা। তার উপরে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। হাওয়া অফিসের তথ্য বলছে, ২৩ জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ঘাটতি অনেকটাই বেড়েছে। যেমন সবাইকে টেক্কা দিয়ে হাওড়া, মুর্শিদাবাদ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতির পরিমাণ ১০০%। কার্যত চলতি মরশুমে ওই জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি। পূর্ব মেদিনীপুরে ঘাটতি ৯৪%, দক্ষিণ ২৪ পরগনায় ৯২%, হুগলিতে ৭০%, বীরভূমে ৮০%, দক্ষিণ দিনাজপুরে ৮৪%, কলকাতায় ৯৯%। রাজ্যের সবকটি জেলার মধ্যে অধিক বর্ষণ হয়েছে একমাত্র নদিয়াতেই। জোরালো শক্তিশালী নিম্নচাপ দানা না বাঁধলে এ পরিস্থিতি থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।  

The post উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement