shono
Advertisement

প্রধান শিক্ষকের ‘মদতে’ মিড ডে মিলের চাল চুরি, স্কুলে তুমুল বিক্ষোভ

আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
Posted: 06:12 PM Dec 15, 2023Updated: 08:00 PM Dec 15, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। চুরির ঘটনায় মদত দেওয়ার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের উপরেও চড়াও হন তাঁরা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে৷ এদিন সকালে এক মহিলাকে ব্যাগ হাতে স্কুল থেকে বেরতে দেখেন স্থানীয়রা। তখনই ওই মহিলাকে হাতেনাতে পাকড়াও করে তারা। স্কুলের মাঠেই তাকে আটকে ব্যাগ থেকে চাল উদ্ধার করা হয়। এর পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন৷ প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাঁরা চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে আসত। ব্যাগে চাল নিয়ে পিছনের দিক থেকে চলে যেত সে। আজ সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে স্কুলে ঢুকতে দেখেন ৷

[আরও পড়ুন: চিমনির ভিতরে লুকনো ছিল বিস্ফোরক! বসিরহাট কাণ্ডে চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের]

বাসিন্দাদের অভিযোগ, স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির দীর্ঘদিন ধরে এই কাজ করছে ৷ প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয় ৷ দোষীদের গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ। স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, “স্থানীয় একজন রোজ এসে স্কুলে পরিষ্কারের কাজ করে। সেই সকালে এসে চাবি দিয়ে স্কুল খোলে৷ আমরা থানায় একটি লিখিত অভিযোগ করছি। পুলিশ তদন্ত করে দেখুক ৷”

[আরও পড়ুন: ধারালো অস্ত্রের দেখিয়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার