সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেলের গাফিলতিতে যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ। এবার বিপত্তি রানাঘাট-শান্তিপুর শাখায়। ওভারহেড তারে আটকে গেল রেলগেটের একটি অংশ। যার জেরে বৃহস্পতিবার বিকেল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
[রেললাইনে ফাটল, ব্যস্ত সময়ে বিঘ্নিত বনগাঁ শাখার ট্রেন চলাচল]
রানাঘাট-শান্তিপুর লাইনে হবিবপুর ও কালীনারায়ণপুর স্টেশনের মাঝে রয়েছে একটি রেলগেট। এদিন সাড়ে চারটে নাগাদ একটি ডাউন ট্রেন শিয়ালদহের দিকে যাচ্ছিল। লোকাল ট্রেনটি আসার জন্য ৫৯/সি রেলগেটটি বন্ধ করতে যান গেটম্যান। তখনই বাধে বিপত্তি। গেটটি নামানোর সময় ভেঙে গিয়ে ওভারহেড তারে আটকে যায়। যার ফলে ডাউন ট্রেনটি আটকে পড়ে। সতর্কতা হিসাবে আপ লাইনেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অফিস থেকে ফেরার পথে এই ঘটনায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে লাইনের পাশ দিয়ে হেঁটে বিকল্প ব্যবস্থার চেষ্টা করেন। রেলগেটের একটি অংশের এই বিপত্তির ফলে গাড়িগুলিও আটকে পড়ে। কালীনারায়ণপুর ও হবিবপুরের মাঝে এই বিপত্তির ফলে শিয়ালদহ থেকে শান্তিপুরগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। গেট মেরামতি করে ট্রেন চালানোর চেষ্টা করা হয়।
[ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের, বেলঘরিয়ায় যাত্রীদের অবরোধে বিপর্যস্ত পরিষেবা]
গত কয়েক সপ্তাহে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় বিভিন্ন কারণে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। বুধবার বনগাঁ শাখার গুমা স্টেশনের কাছে লাইনে ফাটলের জন্য ট্রেন বন্ধ থাকে। তার এক দিন আগে বেলঘরিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রমৃত্যুর প্রতিবাদে বেশ কিছুক্ষণ অবরোধ চলে। এদিকে গত রবিবার গড়িয়া ও ডায়মন্ডহারবার শাখার বাসুলডাঙায় লাইনে ফাটলের জেরে কয়েকটি ট্রেন বাতিল হয়। পরপর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ যাত্রীরা। তাদের বক্তব্য, নিয়মমতো ট্রেনের ভাড়া বাড়লেও পরিষেবার দিকে কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই।
ছবি: সুজিত মণ্ডল
The post ওভারহেড তারে আটকে গেল রেলগেট, ভোগান্তি রানাঘাট-শান্তিপুর শাখায় appeared first on Sangbad Pratidin.
