নন্দন দত্ত, সিউড়ি: চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সিউড়ির নতুনপল্লি এলাকায়। ঘটনাটি এদিকে গণপ্রহারের জেরে মারাত্মক জখম হয়েছে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
[ফের সিভিক ভলানটিয়ারদের ‘দাদাগিরি’, লরির চালককে নিগ্রহ]
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাতবিরেতে দুষ্কৃতী হানা চলছে নতুনপল্লি এলাকায়। সেজন্য পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দারাও রাত পাহারা দিচ্ছিল। শুক্রবার গভীররাতে পাহারা চলাকালীন বাসিন্দারা দেখতে পায় অপরিচিত দুই ব্যক্তি পাড়ার মধ্যে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গেই দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এত রাতে ঘোরাঘুরির কারণ জানাতে পারেনি দুজনের কেউই। তারপরেই মারমুখী হয়ে ওঠে বাসিন্দারা। খবর রটতেই ভিড় জমে যায়। শুরু হয় গণপ্রহার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। প্রহৃত দুজনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল পাড়ায়। সরস্বতী পুজোর আগের রাতেই বাসিন্দা বিমল হালদারের বাড়িতে ডাকাত পড়ে বলে অভিযোগ। তবে খুটখাট শব্দে বাড়ির লোকজন জেগে যাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। ঠিক দুদিন পরে ফের ডাকাত হানা দেয়। বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়ি থেকে দামি মোবাইল ফোন-সহ টাকাকড়ি নিয়ে উধাও হয়ে যায় ডাকাতরা। পাশাপাশি বাড়ির এক সদস্যের মাথায় আঘাতও করে। মারাত্মক জখম হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ডাকাতির পর বেশ কয়েকদিন কেটে গেলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্ষোভে ফুটছিল বাসিন্দারা। রাতে অজ্ঞাতপরিচয় দুজনকে পাড়ায় ঘোরাঘুরি করতে দেখেই বাসিন্দার ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মারধর। এখনও পর্যন্ত প্রহৃতদের কোনও পরিচয় জানা যায়নি।
[ঠান্ডা জলেই হবে ভাত, এই প্রজাতির চালের খোঁজ রাখেন?]
The post চোর সন্দেহে গণপিটুনিতে আহত ২ appeared first on Sangbad Pratidin.
