shono
Advertisement

মমতার সাক্ষাৎ পেতে কলকাতায় ঘিসিং-পুত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রয়াত সুবাস ঘিসিংয়ের পুত্রের সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়টি আরও উদ্বেগে ফেলে দিয়েছে গুরুং-শিবিরকে৷ The post মমতার সাক্ষাৎ পেতে কলকাতায় ঘিসিং-পুত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Jun 20, 2016Updated: 08:49 AM Jun 20, 2016

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি ওনিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উসকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় এলেন ঘিসিং-পুত্র মোহন ঘিসিং৷ এদিকে, জিটিএ-কে খারিজ করে ষষ্ঠ তফসিলের দাবিতে পাহাড়ে রাস্তায় নামল জিএনএলএফ৷ রবিবার জিএনএলএফের ছাত্র সংগঠন দার্জিলিং রেলস্টেশন থেকে চকবাজার পর্যন্ত মিছিল করে৷ পরে চকবাজারে জনসভা করে তারা৷ সেখানেই পাহাড়ে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ বা ডিজিএইচসি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ষষ্ঠ তফসিলের দাবিতে সরব হয় জিএনএলএফের স্টুডেন্ট ফ্রণ্ট৷

Advertisement

ঘিসিং-পুত্রের সঙ্গে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে এদিন দার্জিলিংয়ে জিএনএলএফের প্রাক্তন বিধায়ক এন বি ছেত্রী অবশ্য বলেছেন, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ ফিরিয়ে দেওয়া এবং ষষ্ঠ তফসিল চালুর দাবি তো আছেই৷ তবে এবার বিধানসভা ভোটে পাহাড়ে তৃণমূলকে সমর্থন করেছে জিএনএলএফ৷ সেই সূত্রেই সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা৷ তবে সেখানে বিভিন্ন বিষয়েই কথাবার্তা হতে পারে৷

শনিবার শিলিগুড়িতে বিজেপির রাজ্য সম্মেলনের শেষ দিনে আচমকা মোর্চা নেতৃত্ব যোগ দেওয়ার পরদিনই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিএনএলএফ নেতৃত্ব দেখা করতে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ায় পাহাড়ের রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে৷ এদিন চকবাজারের জনসভা থেকে জিএনএলএফের ছাত্র সংগঠন গোর্খা ন্যাশনাল স্টুডেণ্ট ফ্রণ্টের নেতৃত্ব জানিয়ে দিয়েছে, গোর্খাল্যান্ড আদায়ে ব্যর্থ মোর্চা৷ ফলে মোর্চাকে এবার পথ ছাড়তে হবে৷ এবার জিএনএলএফের দাবি মেনে জিটিএ খারিজ করে পাহাড়ে ষষ্ঠ তফসিল চালু করতে হবে৷ ফিরিয়ে দিতে হবে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ৷ এই দাবিতে পাহাড়জুড়ে আন্দোলনে নামারও ডাক দিয়েছে তারা৷ এর আগে প্রত্যেক কর্মীর বাড়িতে দলীয় পতাকা টাঙানোর নির্দেশ দিয়েছেন জিএনএলএফ সভাপতি মোহন ঘিসিং৷

চলতি বছর নভেম্বরেই পাহাড়ে জিটিএ-র নির্বাচন৷ এছাড়া পাহাড়ে চারটি পুরসভার নির্বাচনও রয়েছে৷ এবারের বিধানসভা ভোটে পাহাড়ে যেভাবে তৃণমূলের ভোট বেড়েছে, তাতে এমনিতেই চাপে মোর্চা৷ তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রয়াত সুবাস ঘিসিংয়ের পুত্রের সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়টি আরও উদ্বেগে ফেলে দিয়েছে গুরুং-শিবিরকে৷ যদিও এখনই মোর্চা নেতৃত্ব এসব নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ৷

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, “এনডিএ-র শরিক হিসাবে শিলিগুড়িতে বিজেপির রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েই গিয়েছিলাম৷ আমাদের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেই মতোই এগিয়ে চলবে দল৷ তবে, পাহাড়ের উন্নয়নে আমরা রাজ্যের সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করতে চাই৷” যদিও জিটিএ-র বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে জুলাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে বিমল গুরুং দার্জিলিংয়ে আসার আমন্ত্রণ জানানোয় গুঞ্জন ছড়িয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে৷

The post মমতার সাক্ষাৎ পেতে কলকাতায় ঘিসিং-পুত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement