সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মিটেছে দুর্গাপুজো (Durga Puja 2022)। এখনও ভরপুর উৎসবের আমেজ। সামনেই কালীপুজো (Kalipuja)। এসবের মাঝে বাড়তি আনন্দ দিচ্ছে রাজ্যের নিম্নমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের একশোজন বাসিন্দার শরীরে থাবা বসিয়েছে মারণ করোনা। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। যা নিঃসন্দেহে স্বস্তির।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। যা আগের দিন ছিল ১৭১। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৫, ৯৫৯। মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনার বলি ২১, ৫১৬ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২৫০ জন, আগেরদিন তা ছিল সামান্য বেশি। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৯২,৭৫২ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ১৬৯১, যার মধ্যে ৭০ জন রোগী ভরতি হাসপাতালে।
[আরও পড়ুন: দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেম ভাঙাতেই খুন! জাঙ্গিপাড়ায় নাবালিকার দেহ উদ্ধারে নয়া তথ্য]
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৭৪। এর মধ্যে ২.৯৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ (Corona vaccination) কর্মসূচি চলছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। চলছে প্রিকশন ও বুস্টার ডোজ দেওয়ার কাজ।
প্রসঙ্গত, সদ্যই দুর্গা পুজো পেরিয়েছে। আজ লক্ষ্মীপুজো। সকলেই প্রায় পুজো মুডে। ফলে রাস্তা ঘাটে মাস্ক, শারীরিক দূরত্ববিধি মানার বালাই নেই। তবে চিকিৎসকদের পরামর্শ, উৎসবে মেতে ওঠার পাশাপাশি সাবধানতা অবলম্বনও জরুরি। জনবহুল জায়গায় ঘোরার সময় অবশ্যই মাস্ক থাকুক মুখে। সামান্য জ্বর বা সর্দি-কাশি হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান।