shono
Advertisement
BJP

অর্জুন গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে একশোরও বেশি! 'চিনিই না', মন্তব্য পদ্মনেতাদের

কী বলছেন বীজপুরের তৃণমূল বিধায়ক?
Published By: Tiyasha SarkarPosted: 09:52 PM May 04, 2025Updated: 09:52 PM May 04, 2025

অর্ণব দাস, বারাসত: অর্জুন গড়ে বিজেপিতে ভাঙন। বীজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। যদিও দলত্যাগীরা গেরুয়া শিবিরের কর্মী নয় বলেই দাবি এলাকার নেতাদের।

Advertisement

সামনেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে বাংলায় মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে সব দল। একাধিক ইস্যুকে হাতিয়ার করে বারবার শাসকদলকে বিপাকে ফেলার চেষ্টায় পদ্মশিবির। এই পরিস্থিতিতে খোদ অর্জুন সিংয়ের গড়ে বিজেপিতে ভাঙন। রবিবার বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী-সর্মথক। সেখানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা।

দলবদল প্রসঙ্গে বীজপুরের বিধায়ক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিজেপি আরও ভাঙবে।" যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, "যারা আজ বিজেপি থেকে যোগদান করেছেন বলে দাবি করছেন তাঁদের কাউকেই আমরা চিনি না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অর্জুন গড়ে বিজেপিতে ভাঙন। বীজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী।
  • যদিও দলত্যাগীরা গেরুয়া শিবিরের কর্মী নয় বলেই দাবি এলাকায় নেতাদের।
Advertisement