shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'সেবাশ্রয়'-এর ৫০ দিনে উপকৃত সাড়ে ৭ লক্ষ, উচ্ছ্বসিত অভিষেক

গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published By: Sulaya SinghaPosted: 10:48 AM Feb 22, 2025Updated: 10:50 AM Feb 22, 2025

স্টাফ রিপোর্টার: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ শিবিরে ৫০ দিনে উপকৃত হলেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ। শুক্রবারই এ ব‌্যাপারে এক্স হ্যান্ডেলে জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এই শিবিরে কৃতি মান্না ও আলতাফের মতো শিশু থেকে শুরু করে, বহু বয়স্ক নাগরিক তাঁদের স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর। ৯ বছর বয়সি শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। জানানো হয়েছে, কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ব্যবস্থা করতে দেরি হবে না।

গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। প্রথমদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখেছিলেন। তারপর থেকেই সাধারণ মানুষের কাছে আশীর্বাদের মতোই হয়ে উঠেছে সেবাশ্রয়। প্রকল্পের মাত্র ৫০ দিনের মধ্যেই লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিতে পারায় খুশি অভিষেকও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই শিবিরে কৃতি মান্না ও আলতাফের মতো শিশু থেকে শুরু করে, বহু বয়স্ক নাগরিক তাঁদের স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।
  • সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর।
  • ৯ বছর বয়সি শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে।
Advertisement