shono
Advertisement
Saif Ali Khan

ভুল ঠিকানা দিয়ে বিভ্রান্ত করছে শরিফুল! চাপড়ায় খুকুমণির খোঁজে গিয়েও খালি হাতে ফিরল মুম্বই পুলিশ

Published By: Sucheta SenguptaPosted: 02:39 PM Jan 27, 2025Updated: 04:28 PM Jan 27, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: মোবাইলের সিম খুকুমণি জাহাঙ্গীরের নামে। কে সেই খুকুমণি? এই প্রশ্নের উত্তর খুঁজতে দিয়ে তদন্তকারীদের রীতিমতো নাকানিচোবানি খেতে হল! বলিউড 'নবাব' সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুলকে জেরা করে খুকুমণির খোঁজে নদিয়ায় আসে মুম্বই পুলিশের একটি দল। ঠিকানা অনুযায়ী চাপড়ায় খোঁজখবরও করে। কিন্তু সেই ঠিকানায় খুকুমণি নামে কারও অস্তিত্ব মেলেনি। আশেপাশের প্রতিবেশীরাও কেউ কিছু বলতে পারেননি। ফলে খালি হাতেই ফিরতে হল মুম্বই পুলিশকে।

Advertisement

সইফের উপর হামলার ঘটনার দিন দুয়েকের মধ্যে বান্দ্রা স্টেশন সংলগ্ন এলাকা থেকে শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে পারেন, সে বাংলাদেশি। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের পর এই খুকুমণি জাহাঙ্গীর শেখের নামেই মোবাইলের সিম কিনেছিল শরিফুল। তারপর কাজের খোঁজে মুম্বইয়ে গিয়ে সইফের বাড়িতে ডাকাতির উদ্দেশে ঢোকে সে। বাধা পেয়ে খোদ অভিনেতাকেই ছুরি হামলায় জখম করে। এবার মোবাইল সিমের সূত্র ধরে খুকুমণির খোঁজ পায় মুম্বই পুলিশ। সইফের উপর হামলার তদন্তে রবিবারই কলকাতায় আসেন মুম্বই পুলিশের ২ সদস্যের প্রতিনিধি। আজ খুকুমণির সন্ধান পেতে তাঁরা চাপড়ায় যান। কিন্তু শূন্য হাতেই ফিরতে হয় তাঁদের। কারণ, খুকুমণি নামে সেখানে কারও অস্তিত্বই মেলেনি।  

তবে কি খুকুমণি শিলিগুড়ির বাসিন্দা? কারণ, তদন্তকারীরা জানতে পেরেছেন, পানিট্যাঙ্কি থেকে সিমকার্ডটি তোলে শরিফুল। ওই সিমকার্ডের মাধ্যমে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সইফের উপর হামলা কাণ্ডে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, শরিফুল কয়েকদিন কলকাতাতেও কাটিয়েছিল। তাই শরিফুলের সন্ধানে রবিবার কলকাতায় আসে মুম্বই পুলিশের টিম। শরিফুল সম্পর্কে তথ্য জোগাড়ের পাশাপাশি খোঁজ চলছিল খুকুমণি জাহাঙ্গীর শেখেরও। সোমবার সকালে চাপড়ার বড় আন্দুলিয়ায় তাঁরা তল্লাশি চালালেও কারও খোঁজ মিলল না। মনে করা হচ্ছে, ভুল ঠিকানা দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করছে শরিফুল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সইফ আলি খানের উপর হামলায় ঘটনায় নদিয়াJচাপড়ায় তল্লাশি মুম্বই পুলিশের।
  • তবে খালি হাতেই ফিরতে হল তাঁদের, খুকুমণি নামে কারও খোঁজ মিলল না।
Advertisement