সাবিরুজ্জামান, লালবাগ: কিরীটেশ্বরী মন্দিরকে ঘিরে পৌষ মাসজুড়ে অনুষ্ঠিত হয় মেলা। বৃহস্পতিবার বিকেলে ওই মেলার কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা দেখা যায়। অবশেষে কমিটি গঠনের কাজ স্থগিত রেখেই সভা থেকে বেরিয়ে যান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। এই বিষয়ে নবগ্রামের বিডিও ঈপ্সিতা ভট্টাচার্য বলেন, "মেলা কমিটি গঠন নিয়ে কোনও সমস্যা হয়েছে বলে শুনিনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।"
নবগ্রাম থানার কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কিরীটেশ্বরীতে অবস্থিত ৫১ পীঠের এক পীঠ কিরীটেশ্বরী মন্দির। ২০২৩ সালে কেন্দ্র সরকারের তরফ থেকে পর্যটন মন্ত্রক দেশের সেরা পর্যটন গ্রামের মর্যদা দেয় এই গ্রামকে। তারপর থেকেই কিরীটেশ্বরী মন্দিরকে ঘিরে ভক্ত ছাড়াও পর্যটকদের আনাগনা শুরু হয়। ওই মন্দির প্রঙ্গনে পৌষ মাসব্যাপী মেলা বসে। শনিবার ও মঙ্গলবার বিশেষ পুজা উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়।
মন্দিরের স্থায়ী কমিটি থাকলেও মেলা পরিচালনার জন্য এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে গঠিত হয় আরও একটি কমিটি। অভিযোগ, আগে থেকে ঘোষণা না করেই মেলার নতুন কমিটি গঠন করতে আসেন স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। তাতেই বিরোধ বাঁধে স্থানীয় মানুষ এবং পুরনো কমিটির কিছু সদস্যের সঙ্গে। এই বিষয়ে নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস সভাপতি এবং মন্দির কমিটির সদস্য ধীরেন্দ্র নাথ যাদব বলেন, "প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আচমকা ওই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। বাসিন্দাদের বাধার মুখে পড়ে তিনি পালিয়ে যান।"
প্রাচীন কিরীটেশ্বরী মন্দির কোনও সরকার অধিগ্রহণ করেনি। রাজ্য পর্যটন দপ্তর উদ্যোগী হয়ে কিছু উন্নয়ন করেছে। ফলে এলাকার বিশিষ্টজন এবং অন্যান্য মানুষকে নিয়ে মেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়ে বাসিন্দাদের কাছ থেকে নামও চাওয়া হয়েছে। একথা জানিয়ে কিরীটেশ্বরী মন্দির কমিটির সভাপতি তথা স্থানীয় বিধায়ক বলেন, "মন্দির ঘিরে মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলার সার্বিক বিকাশ ও মানুষের স্বাচ্ছন্দ গড়ে তুলে একটি শক্তিশালী মেলা কমিটি গঠন হওয়া উচিৎ। সেই প্রশ্ন তুলতেই কিছু মানুষ চিৎকার চেচামেচি শুরু করে। তবে কোনও উত্তেজনা ছড়ায়নি। বাসিন্দাদের পরামর্শ নিয়েই মেলা কমিটি গঠিত হবে।"
প্রায় শতাধিক সদস্য নিয়ে মেলা কমিটি গঠিত হয়। বর্তমানে মেলার যুগ্ম সম্পাদক সৌমিত্র দাস ও আমিরুল ইসলাম এবং সভাপতি হিসেবে আছেন অনুপ কুমার ভট্টাচার্য। সৌমিত্র দাস বলেন, "এদিন মেলা কমিটির মিটিং ছিল। ওই মিটিংকে ঘিরে কিছু মানুষ অশান্তি করার চেষ্টা করেন। এটি অনভিপ্রেত।"
