সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর গ্রামীণ হাসপাতাল। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের। এক চিকিৎসককে চড় মারা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার পর নিরাপত্তার অভাবে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বছর দেড়েকের এক শিশুকে জ্বর ও পেট খারাপের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা আধঘণ্টা শিশুটির চিকিৎসা করেন। নেবুলাইজার দেওয়া হয়। কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে শুরু করলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে বেরনোর সময় সে মারা যায়।
এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের সদস্যরা। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ এক চিকিৎসক ডাক্তার সৌরভ হালদারকে চড়ও মারার অভিযোগ ওঠে। হাসপাতালে পুলিশি নিরাপত্তার দাবি তোলেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাঁরা। ঘণ্টা পাঁচেক চিকিৎসকদের কর্মবিরতি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। চিকিৎসকের উপর চড়াও হওয়ার অভিযোগে মৃত শিশুর দাদুকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
