shono
Advertisement
Murshidabad

বহরমপুরে জামাইয়ের হাতে খুন শাশুড়ি! কারণ নিয়ে ধোঁয়াশা

অভিযুক্তের খোঁজে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 10:37 AM Jun 24, 2025Updated: 10:46 AM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহরমপুরে হাড়হিম কাণ্ড। শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা মনোয়ারা বিবি। সোমবার রাতে জামাই তাঁদের বাড়িতেই ছিল। কোনও কারণে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। ক্রমশ তা চরম আকার নেয়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারার উপর চড়াও হয় যুবক। এলোপাথাড়ি তাকে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই খবর দেওয়া হয় থানায়। জানামাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। কী নিয়ে অশান্তি তা জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তের স্বার্থে মৃতার পরিবার ও পরিজনদের সঙ্গেও কথা বলবে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও হদিশ মেলেনি অভিযুক্তের। তার সন্ধানে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহরমপুরে হাড়হিম কাণ্ড। শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
  • ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement