shono
Advertisement

যুবতীদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যুবককে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post যুবতীদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যুবককে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:07 PM Apr 18, 2018Updated: 01:55 PM Nov 19, 2018

শাহজাদ হোসেন, ফরাক্কা:  বিভিন্ন বয়সের মহিলাদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়া পোস্ট করাটা অভ্যাসে পরিণত হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই এমনটা করছিলেন বছর ত্রিশের এক যুবক। বিষয়টি জানাজানি হতেই  ওই যুবকের দোকানে চড়াও হন গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় তাঁকে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের  সামশেরগঞ্জের ধূলিয়ানে।

Advertisement

[কালবৈশাখীতে লন্ডভন্ড রাজ্য, মৃতের সংখ্যা বেড়ে ১৪]

অভিযুক্ত যুবকের নাম সোমেন রায়। বাড়ি ধূলিয়ান বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধূলিয়ানে একটি কম্পিউটারের দোকান চালান সোমেন। জেরক্স করাই শুধু নয়, দোকানে বসে ছবি তোলার কাজও করতেন তিনি। অভিযোগ, কয়েক দিন আগে সোমেনের দোকানে ছবি তুলতে এসেছিলেন দু’জন তরুণী। তাঁদের ছবি তুলেও দিয়েছিলেন সোমেন। কিন্তু, ওই দুই তরুণীর ছবি কম্পিউটারে এডিট করে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করে দেন তিনি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার রাতে রীতিমতো লাঠিসোটা অভিযুক্তের দোকানে চড়াও হন তাঁরা। চলে বেধড়ক মারধর। শেষপর্যন্ত অভিযুক্ত সোমেন রায়কে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরাই। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ‘মেয়েদের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা রীতিমতো অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। এর আগেও সন্দেহ করা হলেও উপযুক্ত প্রমাণ না মেলায় আমরা কিছু বলতে পারিনি।‘

[একগুচ্ছ দাবিতে ডাক্তারি পড়ুয়াদের হাতে ঘেরাও ডিন, বিক্ষোভ বর্ধমান মেডিক্যালে]

সামশেরগঞ্জের ওসি অমিত ভকত জানিয়েছেন। ‘মহিলাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বিনা অনুমতিতে পোস্ট করার অভিযোগে সোমেন রায়কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সোমেন তার অপকর্মের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কমপিউটার ও এডিটিং মেশিন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।‘

[মিড-ডে মিলের লোভে স্কুলে হাতির হানা, আতঙ্ক ছড়াল ডুয়ার্সে]

The post যুবতীদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যুবককে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার